তেরা ইনতেজার
অবয়ব
তেরা ইনতেজার | |
---|---|
পরিচালক | রাজীব ওয়ালিয়া |
প্রযোজক | আমান মেহতা বিজল মেহতা |
রচয়িতা | আনোয়ারউল্লাহ খান |
চিত্রনাট্যকার | রাজীব ওয়ালিয়া |
শ্রেষ্ঠাংশে | সানি লিওন আরবাজ খান |
সুরকার | রাজ আশু |
চিত্রগ্রাহক | জনি লাল |
সম্পাদক | রাজীব ওয়ালিয়া |
প্রযোজনা কোম্পানি | বাগেশ্রী ফিল্মস |
পরিবেশক | ফ্যান্টম ইন্ডিয়া |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৮ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹৯.৫ মিলিয়ন[২] |
তেরা ইনতেজার হলো ২০১৭ সালের একটি ভারতীয় অতিপ্রাকৃত-প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন রাজীব ওয়ালিয়া। এটি প্রযোজনা করেছেন আমান মেহতা ও বিজল মেহতা। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়।[৩][৪][৫]
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরবাজ খান ও সানি লিওন। এটি ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পায়।[৩]
অভিনয়ে
[সম্পাদনা]- আরবাজ খান — বীর সিং রাজপুত / প্রিন্স সিং রাজপুত (যমজ ভাই)
- সানি লিওন — রৌনক
- আর্য বাব্বর — বিক্রম
- হানিফ নয়দা — জিজাজী
- সলিল আঙ্কোলা — চাণক্য
- সুধা চন্দ্রন — ব্ল্যাক ম্যাজিশিয়ান ম্যাডাম
- রিচা শর্মা
- ভানি সিং — ববি (দ্বিষৎ)
- গওহর খান — বার্বি গানে নৃত্যশিল্পী
- সরিতা জোশী
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]তেরা ইনতেজার | |||||
---|---|---|---|---|---|
রাজ আশু কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
মুক্তির তারিখ | ১০ নভেম্বর ২০১৭[৬] | ||||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | ||||
দৈর্ঘ্য | ৩৪:২৫ | ||||
ভাষা | হিন্দি | ||||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | ||||
|
সকল গানের গীতিকার সাব্বির আহমেদ; সকল গানের সুরকার রাজ আশু।
ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "ইনতেজার" (শিরোনাম সঙ্গীত) | শ্রেয়া ঘোষাল | ৫:২২ |
২. | "বারবি গার্ল" | স্বাতী শর্মা, লিল গোলু, হৃতিকা চেবার | ৩:৩৫ |
৩. | "খালি খালি দিল" | আরমান মালিক, পায়েল দেব | |
৪. | "মেহফুজ" | ইয়াসির দেসাই | ৪:৪৩ |
৫. | "অভাগী পিয়া কি" | কনিকা কাপুর, ওস্তাদ আহমেদ হুসেন, মোহাম্মদ হুসেন, রাজা হাসান | ৪:৩৯ |
৬. | "অভাগী পিয়া কি" (সংস্করণ ২) | জাভেদ আলী, পায়েল দেব | ৪:০৮ |
৭. | "মেহফুজ" (রিপ্রাইজ) | পলক মুছল | ২:৩৪ |
৮. | "মেহফুজ" (সংস্করণ ২) | হৃষিকেশ সুরি | ৪:৪৩ |
মোট দৈর্ঘ্য: | ৩৪:২৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tera Intezaar"। PVR Cinemas। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- ↑ "Box Office Collection"। Bollywood Hungama।
- ↑ ক খ "Sunny Leone to romance Arbaaz Khan in her next"। The Times of India। ৩০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৬।
- ↑ "Sunny Leone to romance Arbaaz Khan in Tera Intezaar"। The Indian Express। ৩০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৬।
- ↑ "Sunny Leone and Arbaaz Khan roped in for Tera Intezaar"। Deccan Chronicle। ৩০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৬।
- ↑ "Tera Intezaar (Original Motion Picture Soundtrack)"। iTunes।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে তেরা ইনতেজার (ইংরেজি)