তেজগাঁও শিল্পাঞ্চল থানা
![]() | এই নিবন্ধে কপিরাইটকৃত উপাদানের অত্যাধিক অথবা অনুপযুক্ত ব্যবহার থাকতে পারে। (ফেব্রুয়ারি ২০২২) |
তেজগাঁও শিল্পাঞ্চল | |
---|---|
থানা | |
![]() | |
বাংলাদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′ উত্তর ৯০°২৪′ পূর্ব / ২৩.৭৫০° উত্তর ৯০.৪০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
প্রতিষ্ঠা | ৭ আগস্ট ২০০৬ |
জনসংখ্যা | |
• মোট | ১,৭৪,৫৯৯ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১২০৮ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৬ ৯২ |
তেজগাঁও শিল্পাঞ্চল থানা বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি থানা। প্রশাসন ২০০৬ সালের ৭ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানা গঠিত হয়।[১]
অবস্থান[সম্পাদনা]
আয়তন: ৪.৩৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৫´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৩´ থেকে ৯০°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গুলশান থানা, দক্ষিণে রমনা ও তেজগাঁও থানা, পূর্বে গুলশান, রামপুরা ও রমনা থানা, পশ্চিমে তেজগাঁও ও ক্যান্টনমেন্ট থানা।
জনসংখ্যা[সম্পাদনা]
জনসংখ্যা ১৭৪৫৯৩; পুরুষ ১০১৮৭৭, মহিলা ৭২৭১৬।
শিক্ষা[সম্পাদনা]
গড় হার ৬৯.৫৬%, পুরুষ ৭৫.৮%, মহিলা ৬১.০৬%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল এন্ড কলেজ , বিজি প্রেস উচ্চ বিদ্যালয়, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, রাজধানী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজধানী পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজ, বাংলাদেশ টেক্সাটাইল বিশ্ববিদ্যালয়।
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান[সম্পাদনা]
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, ভূমিরেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, বিজি প্রেস, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি), ৩৩/১কেবি সাব-স্টেশন।
অর্থনীতি[সম্পাদনা]
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি শ্রমিক ০.৬৯%, অকৃষি শ্রমিক ১.৫২%, শিল্প ৫.০৪%, ব্যবসা ২১.৪৯%, পরিবহন ও যোগাযোগ ৯.৫৩%, নির্মাণ ৩.৩৫%, ধর্মীয় সেবা ০.১২%, চাকরি ৪৪.৬৪%, রেন্ট এ্যান্ড রেমিটেন্স ১.৫২% এবং অন্যান্য ১১.৭৮%।
শিল্প ও কলকারখানা[সম্পাদনা]
বিএসটিআই, ইন্সটিটিউট অব গ্লাস এ্যান্ড সিরামিক্স, কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, লালবাগ কেমিক্যাল কোম্পানি লিমিটেড, এসিআই কোম্পানি লিমিটেড, ফিনিস কোম্পানি লিমিটেড, নাভানা পেইন্ট, নোভার্টিজ কোম্পানি লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফার্মাদেশ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, হক বিস্কুট কোম্পানি লিমিটেড, মিমি চকলেট এ্যান্ড আইসক্রিম কোম্পানি লিমিটেড, নাবিস্কো কোম্পানি লিমিটেড।
প্রধান রপ্তানিদ্রব্য[সম্পাদনা]
ঔষধ, কেমিক্যাল, সিরামিকস, বিস্কুট, চকলেট, আইসক্রীম।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Tejgaon Industrial Area Thana - Banglapedia"। en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৮।