তিস্তা বাজার

স্থানাঙ্ক: ২৭°০৪′ উত্তর ৮৮°২৬′ পূর্ব / ২৭.০৬° উত্তর ৮৮.৪৩° পূর্ব / 27.06; 88.43
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিস্তা বাজার
শহর
তিস্তার বাজারের দৃশ্য
তিস্তার বাজারের দৃশ্য
তিস্তা বাজার পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
তিস্তা বাজার
তিস্তা বাজার
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৭°০৪′ উত্তর ৮৮°২৬′ পূর্ব / ২৭.০৬° উত্তর ৮৮.৪৩° পূর্ব / 27.06; 88.43
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকালিম্পং
জনসংখ্যা (২০১১[১])
 • মোট২,৯৫৩
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

তিস্তা বাজার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার কালিম্পং মহকুমা অন্তর্গত কালিম্পং ১ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থতি একটি ছোট শহর। শহরটি মেল্লি শহর থেকে তিস্তা নদীর ৪ কিলোমিটার (২.৫ মাইল) ভাটিতে ডান তীরে গড়ে উঠেছে।

ভূগোল[সম্পাদনা]

তিস্তার বাজারটি ২৭.০৬° উত্তর থেকে ৮৮.৪৩ ° পূর্বে অবস্থিত।[২] সমুদ্রপৃষ্ঠ থেকে শহরটি ৯০ মিটার (৩০০ ফুট) উচ্চতায় অবস্থিত। এই স্থানে রিভার রাফটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই শহর থেকেই পশ্চিমবঙ্গে তিস্তা নদীর প্রবাহ প্রবেশ করে। তিস্তার আশেপাশের বেশিরভাগ অঞ্চল ভারতীয় সেনাবাহিনী টহল দেয় কারণ এটি একটি সংবেদনশীল সীমান্তবর্তী অঞ্চলের অন্তর্গত।

এটি শিলিগুড়ি-গাংটোক জাতীয় মহাসড়ক এনএইচ ৩১এ-এর একটি রোড জংশন এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের রাস্তাগুলি এখানে এনএইচ ৩১এ-এর সঙ্গে যুক্ত হয়। জাতীয় হাইওয়ে এনএইচ ৩১ এখানে তিস্তা নদী অতিক্রম করে। দার্জিলিং নদীর পশ্চিম দিকে এবং কালিম্পং নদীর পূর্ব দিকে অবস্থিত।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সড়ক[সম্পাদনা]

দার্জিলিং যাওয়ার রাস্তা

দার্জিলিং থেকে আসার সময় রাস্তাটি তিস্তা বাজারের পরে তিস্তা ব্রিজের নিকট এনএইচ ৩১এ -এর সাথে যুক্ত হয়।

কালিম্পংয়ের রাস্তা

শিলিগুড়ি থেকে এনএইচ ৩১এ ধরে যাওয়ার সময়, জাতীয় সড়কটি তিস্তা বাজারে নদীর ডান তীরে থেকে এটি নদী পেরিয়ে বাম তীরে চলে যায়। কালিম্পংয়ের রাস্তাটি সেতুর পরে ৩ কিলোমিটার (১.৯ মাইল) ডান দিকে অগ্রসর হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.census2011.co.in/data/village/306232-tista-bazar-d-i-f--west-bengal.html
  2. "Yahoo maps of Teesta Bazaar"। Yahoo maps। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]