তালা টুডু
অবয়ব
তালা টুডু | |
---|---|
জন্ম | ১৯৭২/৭৩[১] |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতি মহাবিদ্যালয় |
পেশা | সাহিত্যিক, সেবিকা |
আত্মীয় | রবীন্দ্রনাথ মুর্মু (ভাই) |
তালা টুডু হলেন ভারতের ঝাড়খণ্ডের একজন সাঁওতালি সাহিত্যিক ও সেবিকা। তিনি ২০১৫ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
জীবনী
[সম্পাদনা]তালা টুডু রবীন্দ্রনাথ মুর্মুর বোন। তিনি লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতি মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[১]
তালা টুডু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পরিণীতা সাঁওতালি ভাষায় বাপলানিজ শিরোনামে অনুবাদ করেছেন। এটি ছিল তার প্রথম অনূদিত গ্রন্থ।[২] তার এই বইটির জন্য তিনি ২০১৫ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৩]
তালা টুডু গণেশ টুডুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গণেশ টুডু আইন পেশায় নিয়োজিত আছেন।[১] তাদের এক পুত্র ও এক কন্যা আছে। তাদের নাম আনিশা ও আশিস।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Found in translation, a debut feat"। The Telegraph। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ "সাঁওতালি অনুবাদে শরৎচন্দ্র, পুরস্কার তালা টুডুর"। আনন্দবাজার পত্রিকা। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)"। Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।