তক্ষক (নাগ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তক্ষক
Taxaka Statue.jpg
তক্ষকেশ্বর মন্দিরে তক্ষকের মূর্তি
দেবনাগরীतक्षक
অন্তর্ভুক্তিনাগ
আবাসইন্দ্রপুরী

তক্ষক (সংস্কৃত: तक्षक) হল হিন্দুধর্মবৌদ্ধধর্মের একজন নাগরাজ[১][২] হিন্দু মহাকাব্যহিন্দু পুরাণে তার উল্লেখ আছে।[২] তিনি নাগদের রাজা ছিলেন। তিনি কশ্যপকদ্রুর পুত্র।[২]

তক্ষক চীনা ও জাপানি পুরাণে "আটটি মহান ড্রাগন রাজা" এর একজন হিসাবে পরিচিত,[১][৩] এগুলিই একমাত্র সাপ যা উড়তে পারে এবং নন্দ (নাগরাজ), উপানন্দ, সাগর (সাগর) এর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবেও উল্লেখ করা হয়েছে শাকার), বাসুকী, বালাবন, অনাবতপ্ত ও উৎপল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Takshaka, (ইংরেজি ভাষায়), dbpedia.orgorg
  2. Takshaka, (ইংরেজি ভাষায়), en.bharatpedia.org.in
  3. "Eight great dragon kings - Tibetan Buddhist Encyclopedia"