হিন্দোল রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিন্দোল রাজ্য
ହିନ୍ଦୋଳ
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৫৫৪–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত হিন্দোল রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৮৯১
৮০৮ বর্গকিলোমিটার (৩১২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৮৯১
৪৭,১৮০
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৫৫৪
১৯৪৮
উত্তরসূরী
ভারত

হিন্দোল রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১] পূর্বতন এই দেশীয় রাজ্যটি বর্তমানে ঢেঙ্কানাল জেলার অন্তর্গত। রাজ্যটির রাজধানী ছিল বর্তমান ওড়িশা রাজ্যের হিন্দোল শহরে। ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ব্রিটিশ ভারতের অংশ না হলেও ব্রিটিশ শাসিত পূর্বাঞ্চলীয় রাজ্য এজেন্সির অন্তর্গত উড়িষ্যার রাজ্য এজেন্সির একটি দেশীয় রাজ্য ছিল।

ইতিহাস[সম্পাদনা]

হিন্দোল রাজ্যের ইতিহাস খুঁজে পাওয়া যায় ৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দুদুরকোট অঞ্চল থেকে। ১৫৫৪ খ্রিস্টাব্দে গঞ্জামের খিমেড়ি রাজাবংশের লক্ষ্মণ মহরট্ট এবং ভরত মহরট্ট নামে দুই ভাই সাম্রাজ্য মাদ্রাজ প্রেসিডেন্সি অবধি বিস্তার করতে সক্ষম হয়েছিলেন৷[২] ১৮০৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওড়িশা দখল করলে তারা হিন্দোলসহ বিভিন্ন দেশীয় রাজ্যের সাথে সন্ধি করেন৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৪৮ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি তারিখে হিন্দোল রাজ্য ভারতীয় অধিরাজ্যে যোগদান করে।[৩] এরপর ১৯৪৮ খ্রিস্টাব্দে ঢেঙ্কানাল, তালচের, আটমল্লিক, পাললহড়া রাজ্যগুলির ভারতের যোগদান করলে হিন্দোল সহ ওই রাজ্যগুলিকে একত্রিত করে ওড়িশা প্রদেশের ঢেঙ্কানাল জেলা গঠন করা হয়।[৪]

শাসকবর্গ[সম্পাদনা]

হিন্দোল রাজ্যের শাসকরা ছিলেন মূলত রাজপুত বংশজ, তাদের পারিবারিক উপাধি ছিল রাজা। [৫][৬]

রাজা[সম্পাদনা]

সময়কাল নাম
১৬৯১ - ১৭০১ অচ্যূত সিংহ নরেন্দ্র
১৭০১ - ১৭৩৩ ভাগবত সিংহ নরেন্দ্র
১৭৩৩ - ১৭৭০ দামোদর সিংহ নরেন্দ্র
১৭৭০ - ১৭৮১ রাধাকান্ত সিংহ মর্দরাজ জগদেব
১৭৮১ - ১৭৮৬ রামচন্দ্র সিংহ মর্দরাজ জগদেব
১৭৮৬ - ১৮২৯ কৃষ্ণচন্দ্র সিংহ মর্দরাজ জগদেব
১৮২৯ - ১৮৪১ হরিহর সিংহ মর্দরাজ জগদেব
১৮৪১ - ১৮৭৪ ঈশ্বর সিংহ মর্দরাজ জগদেব
১৮৭৪ - ১৮৭৭ ফোকর সিংহ মর্দরাজ জগদেব
১৮ জুলাই ১৮৭৭ – ১০ ফেব্রুয়ারি ১৯০৬ জনার্দন মর্দরাজ জগদেব
১০ ফেব্রুয়ারি ১৯০৬ – ১৫ আগস্ট ১৯৪৭ নবকিশোরচন্দ্র মর্দরাজ জগদেব

১৯১৭ - ১৯৯৪ : যুবরাজ প্রতাপচন্দ্র সিংহদেও

১৯৬৩ - বর্তমান : রাজা সাহেব শৈলেন্দ্রনারায়ণ সিংহদেও

সরবরাকার, প্রশাসনিক প্রধান, রাজপ্রতিনিধি[সম্পাদনা]

সময়কাল নাম ও বিবরণ
৮০০ - ১৮০০ সত্যবাদী প্রতাপ সিংহ গড়নায়ক তার পিতা পিতামহ ও তাঁর পূর্বসূরী
১৮০০ - ১৮৪০ সত্যবাদী প্রতাপ সিংহ গড়নায়ক
১৮৪০ - ১৮৭৫ সত্যবাদী প্রতাপ সিংহ গড়নায়কের পুত্র মধুসর্দার সিংহ গড়নায়ক
১৮৭৫ - ১৮৯০ সত্যবাদী প্রতাপ সিংহ গড়নায়কের পুত্র ঘাসিয়াসর্দার সিংহ গড়নায়ক
১৮৯০ - ১৯০৬ মধুসর্দার সিংহ গড়নায়কের পুত্র চাঁপেতার সর্দার সিংহ গড়নায়ক
১৯০৬ - ১৯৩৮ ঘাসিয়াসর্দার সিংহ গড়নায়কের পুত্র সেনাধ্যক্ষ সেনাপতি নকুল সামন্ত সিংহার
১৯০৯ - ১৯৬৯ ঘাসিয়াসর্দার সিংহ গড়নায়কের পুত্র সরবরাকার ফকিরচরণ গড়নায়ক
১৯৩০ - ২০০৩ সেনাধ্যক্ষ সেনাপতি নকুল সামন্ত সিংহারের পুত্র সদানন্দ গড়নায়ক
১৯৩৬ - ১৯৮৬ সরবরাকার ফকিরচরণ গড়নায়কের পুত্র বৈকুণ্ঠবিহারী গড়নায়ক
১৯৪৩ - ২০০১ সরবরাকার ফকিরচরণ গড়নায়কের পুত্র কেদার কিশোর গড়নায়ক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malleson, G. B.: An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
  2. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। আইএসবিএন 978-974-524-049-0। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  3. Dr. Bhagyalipi Malla (আগস্ট ২০০৭)। "Amalgamation of Princely States" (পিডিএফ)। Orissa Review। পৃষ্ঠা 94,98। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  4. Subrata K. Mitra (৩১ জানুয়ারি ২০০২)। Power, Protest and Participation: Local Elites and Development in India। Taylor & Francis। পৃষ্ঠা 63–। আইএসবিএন 978-0-203-22168-6। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  5. Indian Princely States
  6. Rajput Provinces of India - Hindol