ডে ১ (২০২৪)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডে ১
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
তারিখ১ জানুয়ারি ২০২৪ (2024-01-01)
মাঠপেচাঙ্গা এরিনা
শহরস্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া
র-এর বিশেষ পর্ব-এর কালানুক্রমিক
র ইজ ৩০ সর্বশেষ
ডে ১-এর কালানুক্রমিক
২০২২

ডে ১ (এছাড়াও র: ডে ১ নামে পরিচিত) একটি পেশাদার কুস্তি টেলিভিশন বিশেষ অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড র-এর জন্য প্রযোজনা করেছে; এটি মূলত ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান -এর বিশেষ পর্ব হিসেবে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এটি ডে ১ কালানুক্রমিকের অধীনে প্রচারিত দ্বিতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০২৪ সালের ১লা জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর পেচাঙ্গা এরিনায় অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে সর্বমোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে সেথ "ফ্রিকিন" রলিন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, রিয়া রিপলি নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত একক ম্যাচে ইভাই নাইলকে এবং একক ম্যাচে নিয়া জ্যাক্স বেকি লিঞ্চকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[১][২] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান -এর পূর্ববর্তী পর্বগুলোতে প্রদর্শন করা হয়েছে।[৩]

পটভূমি[সম্পাদনা]

ডে ১ হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত বছরের ১লা জানুয়ারিতে অর্থাৎ নতুন বছরের দিন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ১লা জানুয়ারি তারিখে নতুন বছরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।[৪]

২০২৪ সালের এই অনুষ্ঠানটি ডে ১ কালানুক্রমিকের দ্বিতীয় অনুষ্ঠান ছিল, যা ১লা জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর পেচাঙ্গা এরিনায় আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান -এর বিশেষ পর্ব হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  2. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  3. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  4. Currier, Joseph (আগস্ট ২৪, ২০২১)। "WWE reveals name of New Year's Day PPV"Wrestling Observer Figure Four Online। আগস্ট ২৪, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]