টেমপ্লেট আলোচনা:বই উদ্ধৃতি/নথি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরামর্শকৃত তথ্যক্ষেত্র পরিবর্তন[সম্পাদনা]

দৃশ্যমান সম্পাদনায় 'বই উদ্ধৃতি' টেমপ্লেট যে তথ্যগুলি দেওয়ার পরামর্শ দেয়, তা 'ওয়েব উদ্ধৃতি'র মতো। তাই, পরামর্শকৃত তথ্যক্ষেত্র/ঘরগুলো ইংরেজি উইকিপিডিয়ার অনুসরণে পরিবর্তন করছি। নতুন পরামর্শকৃত তথ্যঘরগুলো হল 'শিরোনাম', নামের শেষাংশ, নামের প্রথমাংশ, প্রকাশক, বর্ষ, প্রকাশনার অবস্থান, আইএসবিএন, ও পাতাসমূহ। সকল গবেষণা পত্রিকায় সাধারণত বই উদ্ধৃতির ক্ষেত্রে এই সকল তথ্যই সবার আগে চায়। ত্রুটিপূর্ণ সম্পাদনার ক্ষেত্রে পূর্বাবস্থায় ফেরত নেন। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৫:২৩, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@St.teresa: একদম শুরুতে সম্পাদনা করছেন: টেমপ্লেট:বই উদ্ধৃতি/নথি' লেখার নিচে টেমপ্লেটডাটা পরিচালন করুন বোতাম ব্যবহার করে সম্পাদনা করলেই ত্রুটি আসার সম্ভাবনা থাকবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪২, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৬:৩৯, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সাম্প্রতিক সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় @আফতাবুজ্জামান: লিপির শিরোনাম অর্থ হচ্ছে যদি কোন বিদেশি গ্রন্থ উদ্ধৃত হয়, তবে তা আদি উৎসের ভাষার বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ভাষায় লাতিন ভিত্তিক বর্ণমালা ব্যবহৃত হয়, তাই ইংরেজি উইকিপিডিয়ায় লাতিন ভিত্তিক বর্ণমালা ব্যবহার করে না এমন ভাষায় শিরোনামের জন্য (আরবি, চীনা, সিরিলিক, গ্রীক, হিব্রু, জাপানী, কোরীয়, ভিয়েতনামি ইত্যাদি) লিপির শিরোনাম প্রযোজ্য। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় বাংলা বর্ণমালা ব্যবহার করে না এমন ভাষায় শিরোনামের জন্য (আরবি, ইংরেজি চীনা, সিরিলিক, গ্রীক, হিব্রু, জাপানী, কোরীয়, ভিয়েতনামি ইত্যাদি) লিপির শিরোনাম প্রযোজ্য। স্মর্তব্য বাংলা, মণিপুরি, ককবরক, অসমীয়া ভাষায় বাংলা লিপি ব্যবহৃত হয়। আর কর্মের নামের ক্ষেত্রে পত্রিকার নামই ব্যবহৃত হবে এমন কোন কথা নেই। ইংরেজি উইকিপিডিয়ায় বলা হয়েছে "Name of the work in which the cited book text is found" অর্থাৎ 'কর্মের নাম যার ভিতরে উদ্ধৃত বই পাওয়া যাবে'। যেমন, রবীন্দ্র রচনাবলীর ভিতরে গীতাঞ্জলী কাব্যগ্রন্থ পাওয়া যাবে। আশা আমি বক্তব্য পরিষ্কার করতে পেরেছি। অনুগ্রহ করে সম্পাদনা সংশোধন করবেন। ধন্যবাদ। St.teresa (আলাপ) ১৭:৪৮, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@St.teresa: করা হল। আপনি প্রয়োজনীয় সংশোধন করতে পারেন (সারাংশে কারণসহ লিখে)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৩, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অশেষ ধন্যবাদ। আমি সবসময় সম্পাদনা সারাংশে কারণ উল্লেখ করে থাকি। ত্রুটি হলে জানাবেন। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৮:৪৬, ২৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]