ঝিনাইদহ ক্যাডেট কলেজ

স্থানাঙ্ক: ২৩°৩৪′১৫″ উত্তর ৮৯°১০′৪৪″ পূর্ব / ২৩.৫৭০৯° উত্তর ৮৯.১৭৮৯° পূর্ব / 23.5709; 89.1789
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ruhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ
চিত্র:ঝিনাইদহ ক্যাডেট কলেজের লোগো.png
জাহাঙ্গীর শিক্ষা ভবন
অবস্থান
মানচিত্র
,
৭৩০০

বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৩৪′১৫″ উত্তর ৮৯°১০′৪৪″ পূর্ব / ২৩.৫৭০৯° উত্তর ৮৯.১৭৮৯° পূর্ব / 23.5709; 89.1789
তথ্য
নীতিবাক্যসুশিক্ষিত জনই সুবিবেচক
প্রতিষ্ঠাকাল১৮ অক্টোবর ১৯৬৩ (1963-10-18)
ইআইআইএন১৩২১৮৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শ্রেণী৭ম থেকে দ্বাদশ
আয়তন১০৩ একর (৪,২০,০০০ মি)
রং     সবুজ
ওয়েবসাইটjcc.army.mil.bd

ঝিনাইদহ ক্যাডেট কলেজ বাংলাদেশের ১২টি আবাসিক কলেজের মধ্যে অন্যতম। জ্যেষ্ঠতার দিক দিয়ে এটি দ্বিতীয় ক্যাডেট কলেজ। ১৯৬৩ সালের ১৮ই অক্টোবর তারিখে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

অবস্থান

ঝিনাইদহ শহরের অদূরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে কলেজের অবস্থান। কলেজের আয়তন ১০৩ একর।

মূলনীতি, রং এবং পতাকা

কলেজটির মূলনীতি "সুশিক্ষিত জনই সুবিবেচক।" ঝিনাইদহের প্রতীকী রঙ গাঢ় সবুজ।

হাউস

কলেজের আবাসিক ভবনগুলো হাউস নামে পরিচিত। ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাউসসংখ্যা ০৩(তিন)। প্রতিটি হাউসে ১০০জন ক্যাডেটের থাকার ব্যবস্থা আছে। হাউসগুলোর নামকরণ হয়েছে ইসলামের তিনটি বিখ্যাত যুদ্ধের নামানুসারে। হাউস তিনটি হলোঃ

১। বদর হাউসঃ হাউস রং- সবুজ, হাউস নীতি- "কর্মে চির দীপ্ত।"

২। খায়বার হাউসঃ রং- নীল, নীতি- "কর্তব্যে কঠোর ব্রত।"

৩। হুনাইন হাউসঃ রং- লাল, নীতি- "সাধনায় একনিষ্ঠ।"

একজন হাউস মাস্টারের নেতৃত্বে কয়েকজন হাউস টিউটর প্রতিটি হাউসের প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ