জেন জ্যাকবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেন জ্যাকবস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেনিফার মেরি জ্যাকবস
জন্ম(১৯৫৬-০৩-০৮)৮ মার্চ ১৯৫৬
অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু২১ জুলাই ২০১৬(2016-07-21) (বয়স ৬০)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯৪)
১৯ জানুয়ারি ১৯৭৯ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২১ ডিসেম্বর ১৯৮৪ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৭)
১০ জানুয়ারি ১৯৮২ বনাম ভারত
শেষ ওডিআই২৩ ফেব্রুয়ারি ১৯৮৪ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ক্রিকেট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৩
রানের সংখ্যা ১৩৬ ২৩৫
ব্যাটিং গড় ১৩.৬০ ২১.৩৬
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪৮ ৪৩
বল করেছে ৮৩৮ ১০২
উইকেট
বোলিং গড় ২৬.১৩ ২৬.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৭২ ২/৩৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ০/-
উৎস: ক্রিকইনফো, ২৪ জুলাই ২০১৬

জেনিফার মেরি "জেন" জ্যাকবস (ইংরেজি: Jen Jacobs; জন্ম: ৮ মার্চ, ১৯৫৬ - মৃত্যু: ২১ জুলাই, ২০১৬)[১] দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[২] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন জেন জ্যাকবস। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার ছিলেন। মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলার হিসেবেও ভূমিকা রেখেছেন। ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন তিনি।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটি টেস্ট ও তেরোটি ওডিআইয়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি।[২] ১৯ জানুয়ারি, ১৯৭৯ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। টেস্টে সর্বমোট ১৩৬ রান তোলেন; তন্মধ্যে ৪৮ তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ও ৮ উইকেট দখল করেন। কয়েক বছর বাদে ১০ জানুয়ারি, ১৯৮২ তারিখে ভারতের বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে তার। ২৩৫ রান তোলার পাশাপাশি ৩ উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়াও, ১৯৮২ সালের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।

১৯৮৩-৮৪ মৌসুমে ভারতে সফলতম সফরের অবতারণা করেন। ওডিআইয়ে ৪-০ ব্যবধানে জয় পায় তার দল এবং চার টেস্টের সিরিজের সবগুলোই ড্রয়ে পরিণত হয়েছিল। এ সফরেই ওডিআইয়ে নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান ২/৩৫ ও টেস্টে ৪/৭২ লাভ করেন এবং টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রান তোলেন।

দেহাবসান[সম্পাদনা]

২১ জুলাই, ২০১৬ তারিখে তার দেহাবসান ঘটে। তার মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড গভীর দুঃখ প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former Australia Women allrounder Jen Jacobs dies"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  2. "Jen Jacobs - Australia"ESPNcricinfoESPN Inc.। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]