জুম করপোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুম করপোরেশন
ধরনপেপালের একটি সেবা
শিল্পঅর্থ লেনদেন
প্রতিষ্ঠাকাল২০০১
প্রতিষ্ঠাতাকেভিন হার্টজ, অ্যালান ব্র্যাভারম্যান
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
রোয়েলব বোথা, চেয়ারম্যান
জন কুঞ্জ, (প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহআর্থিক সেবা
কর্মীসংখ্যা
৩০০+ (২০১৫)
মাতৃ-প্রতিষ্ঠানপেপ্যাল (২০১৫–বর্তমান)
ওয়েবসাইটwww.xoom.com

জুম করপোরেশন, জুম, একটি পেপ্যাল সেবা ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদান-প্রদান অথবা বিদেশ থেকে অর্থ আনার একটি পদ্ধতি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ৫২টি দেশে অর্থ পাঠানো এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পরিশোধের সুযোগ রয়েছে। যেসব দেশে এ সেবাটি চালু আছে তারমধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, জার্মানি, পাকিস্তান, ইতালি, অস্ট্রলিয়া, মেক্সিকো এবং ফিলিপাইন। এ প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি আরেকটি অফিস রয়েছে গুয়েতেমালা শহরে। ২০১৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠানটিকে ১.০৯ ডলারে অধিগ্রহণ করে নেয় পেপ্যাল[১][২] ২০১৫ সালের নভেম্বর এ অধিগ্রহণ সম্পন্ন হয়।[৩]

অর্থ পাঠানো সেবা[সম্পাদনা]

জুম বিশ্বের বিভিন্ন দেশে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে অর্থ আদান-প্রদানের সুবিধা দিচ্ছে। ডেস্কটপ/ল্যাপটপ কিংবা মোবাইল সাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এ অর্থ আদান-প্রদান করা যায়।

পেপ্যালের অধিগ্রহণ[সম্পাদনা]

২০১৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠানটিকে ১.০৯ ডলারে অধিগ্রহণ করে নেয় পেপ্যাল। ২০১৫ সালের নভেম্বর এ অধিগ্রহণ সম্পন্ন হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Investor Relations"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫ 
  2. "PayPal Acquires Xoom for Stake in Digital Money Transfers"। nytimes। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৫ 
  3. "PayPal-Xoom Deal Now Official"। pymnts.com। ২০১৫-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 

বহিঃসংযোই[সম্পাদনা]