বিষয়বস্তুতে চলুন

জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
অবস্থান
আব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ

,
তথ্য
ধরনস্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠাকাল২৯ জানুয়ারি ১৯৬৬; ৫৮ বছর আগে (1966-01-29)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
কর্তৃপক্ষচট্টগ্রাম সিটি করপোরেশন
ইআইআইএন১০৪৪৯৩
প্রধান শিক্ষকচম্পা মজুমদার
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী২৯
শ্রেণি৩য়–১০ম
লিঙ্গবালিকা
শিক্ষায়তন২.৬২ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রং নীল  সাদা 
ওয়েবসাইটwww.jkkccghs.edu.bd

জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রামের জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৬ খ্রিষ্টাব্দে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৬ খ্রিষ্টাব্দে নারী শিক্ষা বিস্তার ঘটাতে শিক্ষানুরাগী কুসুম কুমারী সেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কুসুম কুমারী সেন ছিলেন চট্টগ্রামের বিখ্যাত জে এম সেন পরিবারের সদস্য। এই বিদ্যালয়ের পদযাত্রা প্রথম দিকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে শুরু হলেও পরবর্তীকালে পরিসর বাড়তে থাকে। ১৯৬৯ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়।[]

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েদের অধ্যয়নের সুযোগ থাকে। বর্তমানে এ বিদ্যালয়ে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। বিদ্যালয়টি একটি শিফটে পরিচালিত হয়।

ইউনিফর্ম

[সম্পাদনা]
  • নীল কামিজ  , কামিজের উপর সাদা ক্রস বেল্ট  , কোমরে সাদা বেল্ট  , সাদা অ্যাপ্রোন   এবং সাদা কেডস্  

ফলাফল

[সম্পাদনা]

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০২০ এসএসসি ১৯২ ১৮৭ ৯৭.৪০
২০২১ এসএসসি ১৯১ ১৯১ ১০০
২০২২ এসএসসি ২০২ ২০২ ৯৮.২২

ল্যাবরেটরি

[সম্পাদনা]

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার

[সম্পাদনা]

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সহশিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

এ বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।

ক্লাব কথন

[সম্পাদনা]
  1. ইংরেজি ক্লাব
  2. কম্পিউটার ক্লাব
  3. বিজ্ঞান ক্লাব
  4. বিতর্ক ক্লাব
  5. সংগীত ও নাট্য ক্লাব

অন্যান্য কার্যক্রম

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পরিক্রমা, জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়"jkkccghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১২ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১২