চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ

স্থানাঙ্ক: ২৩°৫৯′৫৮″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব / ২৩.৯৯৯৩৯৮° উত্তর ৯০.৪২৫০৯২° পূর্ব / 23.999398; 90.425092
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২৩°৫৯′৫৮″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব / ২৩.৯৯৯৩৯৮° উত্তর ৯০.৪২৫০৯২° পূর্ব / 23.999398; 90.425092

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
মানচিত্র
আউটপাড়া, গাজীপুর

,
তথ্য
বিদ্যালয়ের ধরনস্কুল ও কলেজ সরকারী
প্রতিষ্ঠাকাল১৯৬৪
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডঢাকা
সেশনজানুয়ারি-ডিসেম্বর
প্রধান শিক্ষকঅধ্যক্ষ মজিবুর রহমান
লিঙ্গছেলে-মেয়ে
শিক্ষার্থী সংখ্যা২৫০০+
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা মাধ্যম
ওয়েবসাইটhttp://www.chandanahighschoolandcollege.edu.bd/

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ১৯৬৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান[তথ্যসূত্র প্রয়োজন] নিজে উদ্বোধন করেন। বিদ্যালয়টিকে ২০১৬ সালে কলেজ বিভাগে উন্নীত করা হয়। বিদ্যালয়ের ভিতরে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। [১]

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধীনে পরিচালিত বিভিন্ন প্রোগ্রাম

স্কুল শাখা[সম্পাদনা]

বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে এবং পাশে দুইতলা বিশিষ্ট একটি ভোকেশনাল ভবন রয়েছে। অত্র বিদ্যালয়ে ৩২ জন শিক্ষক শিক্ষিকা নিয়োজিত রয়েছেন।

দিবা শাখা[সম্পাদনা]

বালক-৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী (বিজ্ঞান,মানবিক,ব্যাবসায় শিক্ষা)

কলেজ শাখা[সম্পাদনা]

একাদশ-দ্বাদশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েট অধীনে পরিচালিত এস.এস.সি প্রোগাম। বর্তমানে কলেজ ভবন পাঁচতলা, এই ভবনটি উদ্বোদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ. ক. ম. মোজাম্মেল হক (এমপি)। যেটায় ১৭ জন প্রফেসর কর্মরত রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয়-(৩য় শ্রেনী ৫ম শ্রেনী) প্রভাতি-বালিকা-৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী (বিজ্ঞান,মানবিক,ব্যাবসায় শিক্ষা) এই বিদ্যালয়ের সাথে রয়েছে তিন তলা ভবন বিশিষ্ট পশ্চিম চান্দনা প্রাথমিক বিদ্যালয়। এটাতে ১০ জন শিক্ষক শিক্ষিকা নিয়োজিত রয়েছে।

ট্রেডের নাম[সম্পাদনা]

  1. |জেনারেল ইলেকট্রনিক্স।
  2. |জেনারেল মেকানিক্স।
  3. |ড্রেস মেকিং।

এইচ.এস.সি(বি.এম শাখা)[সম্পাদনা]

  1. |সেক্রেটারি সাইন্স
  2. |কম্পিউটার সাইন্স

কৃত্তি শিক্ষার্থী[সম্পাদনা]

[তথ্যসূত্র প্রয়োজন]

  1. আলহাজ্ব ফয়সাল আহমেদ সরকার।
  2. আলহাজ্ব মোহাম্মদ আফতাব হোসেন।
  3. ড:প্রকৌ.মো:সিরাজুল ইসলাম।
  4. প্রফেসর এম.এ বারী।
  5. জনাব আনোয়ার সরকার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chandana High School & College"www.chandanahighschoolandcollege.edu.bd। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারী ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]