রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
(রাণী বিলাসমণি সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
![]() | |
স্থানাঙ্ক | ২৩°৫৯′৫৮″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব / ২৩.৯৯৯৩৯৮° উত্তর ৯০.৪২৫০৯২° পূর্বস্থানাঙ্ক: ২৩°৫৯′৫৮″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব / ২৩.৯৯৯৩৯৮° উত্তর ৯০.৪২৫০৯২° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি |
নীতিবাক্য | শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও |
প্রতিষ্ঠাকাল | ১৯০৫ সাল |
প্রতিষ্ঠাতা | রানি বিলাসমনি দেবী |
শিক্ষকমণ্ডলী | প্রায় ৫৫ |
শ্রেণী | ৬-১০ |
লিঙ্গ | বালক |
শিক্ষার্থী সংখ্যা | ২,০০০+ Mosque =১টি |
রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের গাজীপুর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। জয়দেবপুরে অবস্থিত এই বিদ্যালয়টি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীণ ভাওয়ালের রাণী বিলাসমনি বহু স্মৃতি বিজড়িত এই শতাব্দীপ্রাচীন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলটি ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ীর একেবারে কাছ ঘেঁষে অবস্থিত।
তথ্যসূত্র[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |