চাঁদপুর, মালদা
অবয়ব
চাঁদপুর | |
---|---|
গ্রাম ও গ্রাম পঞ্চায়েত | |
স্থানাঙ্ক: ২৫°২২′১৭″ উত্তর ৮৭°৪৭′৫৬″ পূর্ব / ২৫.৩৭১৩৪৯° উত্তর ৮৭.৭৯৮৯৯৬° পূর্ব | |
জনসংখ্যা | ৫,০৬০ (২,০১১) |
ভাষা | |
• স্থানীয় | বাংলা |
• দাপ্তরিক | বাংলা |
খাদ্য | |
• প্রধান | ভাত ও মাছ |
পিন | ৭৩২১২৫ |
বুথ নং | ৪৮(ক) ও ৮৪(খ) |
বিধানসভা | হরিশ্চন্দ্রপুর |
চাঁদপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত। চাঁদপুরের গ্রাম পঞ্চায়েত চাঁদপুরে অবস্থিত। এখানকার অধিকাংশ বাসিন্দা মুসলমান, তবে এই অঞ্চলে হিন্দু লোকও রয়েছে। এ গ্রামে সাধু বাবা মন্দির রয়েছে যা এই অঞ্চলে সুপরিচিত। গ্রামের অনেক বাসিন্দা কলকাতা বা মুম্বইয়ে কাজ করেন। কেউ কেউ ব্যবসায় বা কৃষিকাজের সাথে জড়িত।
শিক্ষা
[সম্পাদনা]গ্রামে দুটি আধুনিক কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে, (চাঁদপুর চিলড্রেনস একাডেমী) ও (আদর্শ শিশু বিকাশ শিক্ষা নিকেতন)। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ধর্মীয় শিক্ষার জন্য কয়েকটি মক্তব, চাঁদপুর-চণ্ডীপুর রিয়াজুল উলুম নামে একটি মাদ্রাসা আছে।
স্বাস্থ্য
[সম্পাদনা]গ্রামটিতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছ।
কৃষি
[সম্পাদনা]কৃষি ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এখানে একটি কৃষি সমবায় সমিতি স্থাপন করা হয়েছে।