চতুর্থী (তিথি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চতুর্থী হল হিন্দু পঞ্জিকার চান্দ্র পাক্ষিকের (পক্ষ) চতুর্থ দিন (তিথি)।[১] প্রতি মাসে দুটি চতুর্থী থাকে, যথাক্রমে শুক্ল ও কৃষ্ণ পক্ষের চতুর্থ দিন।

উৎসব[সম্পাদনা]

  • কারাক চতুর্থী (কারবা চৌথ): এটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে পালিত হয়। এই ব্রতের সময় কার্তিকগণেশের সাথে পার্বতীশিবের পূজা করা হয়। দিনটি বক্রতুন্ড সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত।[২]
  • বহুলা চতুর্থী (বোল চৌথ): এই ব্রতটি হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে পালন করা হয়। কামধেনু (পবিত্র গাভী) এবং তাদের বাছুরদের পূজা করা এবং তাদের সাজানোর মাধ্যমে এই উৎসবের বৈশিষ্ট্য। দিনটি হেরাম্বা গণপতি সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত।[৩]
  • সংকষ্টী চতুর্থী হল পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী। এই চতুর্থী যদি মঙ্গলভরা (মঙ্গলবার) তে পড়ে তাহলে তাকে অঙ্গারকি চতুর্থী বলে। এই দিনে, ভক্তরা কঠোর ব্রত (উপবাস) পালন করে। তারা গণেশের পূজার আগে চাঁদের দর্শন (শুভ দর্শন) করার পর রাতে উপবাস শেষ করে। এই শুভ দিনে প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূরণ হবে বলে বিশ্বাস ভক্তদের। গণেশের আশীর্বাদ পেতে গণপতি অথর্বশেশা পাঠ করা হয়।
  • মঙ্গলবার পূর্ণিমার পর ক্ষয়প্রাপ্ত চন্দ্রকলার ৪র্থ দিন অঙ্গারকি সংকষ্টী চতুর্থী।
  • গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি: এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়।
  • গণেশ জয়ন্তী: এটি মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. www.wisdomlib.org (২০১৮-০৫-১৯)। "Caturthi, Caturthī: 7 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  2. Sharma, Yash Karan। Encyclopedia of Astrological Remedies (ইংরেজি ভাষায়)। All India Federation of Astrologers' Societies। 
  3. "Bahula Chaturthi 2022: श्री कृष्ण को समर्पित है बहुला चतुर्थी का व्रत, संतान प्राप्ति के लिए इस विधि से करें पूजा | bahula chaturthi 2022 vratd date tithi and shubh muhurat puja vidhi of krishna chauth | Hindi News"zeenews.india.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৪