ঘরে অ্যান্ড বাইরে
অবয়ব
ঘরে অ্যান্ড বাইরে | |
---|---|
পরিচালক | মৈনাক ভৌমিক |
প্রযোজক | নিসপাল সিং |
রচয়িতা | মৈনাক ভৌমিক |
চিত্রনাট্যকার | সাব্বির মল্লিক |
কাহিনিকার | মৈনাক ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | কোয়েল মল্লিক যীশু সেনগুপ্ত |
সুরকার | অনুপম রায় |
চিত্রগ্রাহক | সুপ্রিয় দত্ত |
সম্পাদক | সোমনাথ দে |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দর ফিল্মস |
মুক্তি | ৩০ মার্চ ২০১৮ |
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ঘরে অ্যান্ড বাইরে হলো ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত, মৈনাক ভৌমিক পরিচালিত এবং কোয়েল মল্লিক ও যীশু সেনগুপ্ত অভিনীত একটি বাংলা ছবি। ছবিটি পরিচালনা করে মৈনাক ভৌমিক।[১][২] ছবিটি ৩০ মার্চ ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
কাহিনী
[সম্পাদনা]চলচ্চিত্রটি আধুনিক প্রেম, আবেগ এবং বিচ্ছিন্নতাকে ঘিরে আবর্তিত হয়। অমিত ও লাবণ্য শৈশবের বন্ধু। বছরখানেক পরে, অমিত সংগীতের পশ্চাদনুসরণ করতে মুম্বাইয়ের কর্পোরেট চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসেন। অমিত লাবণ্যর প্রতি তার ভালবাসার বিষয় উপলব্ধি করেছেন তবে সে তা স্বীকার করতে নারাজ। অন্যদিকে, এক এনআরআই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে অবদ্ধ হওয়ার জন্য লাবণ্যকে তাঁর বাবা-মা অত্যন্ত চাপ দিতে থাকে। লাবণ্য এই বিবাহে রাজি হলে অমিতের হৃদয়ভঙ্গ হয়।
অভিনয়ে
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ghare & Baire Movie Review {3.5/5}"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
- ↑ "My film is not based on any Tagore novel"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঘরে অ্যান্ড বাইরে (ইংরেজি)