বিষয়বস্তুতে চলুন

গোরাচাঁদ মুর্মু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোরাচাঁদ মুর্মু
ᱜᱳᱨᱟᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ
জন্ম(১৯৬২-০৫-০৮)৮ মে ১৯৬২
জাতীয়তাভারতীয়
পেশালেখক, সম্পাদক
পিতা-মাতা
  • গঙ্গারাম মুর্ম (পিতা)
  • বাশবালা (মাতা)
পুরস্কারজাতীয় শিক্ষক (রাষ্ট্রপতির কাছ থেকে)

গোরচাঁদ মুরমু একজন সাঁওতালি লেখক এবং জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ী শিক্ষক।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

লেখক গোরচাঁদ মুরমু ৮ মে ১৯৬২ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার চৌতাড়া ডাক ঘরের অধীন বাঁন্দাসোল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম গঙ্গারাম মুরমু এবং মাতা নাম বাশাবালা।[২]

শিক্ষা জীবন[সম্পাদনা]

কর্ম জীবন[সম্পাদনা]

সাহিত্য চর্চা[সম্পাদনা]

প্রকাশিত বই[সম্পাদনা]

সম্মান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পরিমল হেমব্রম। সাঁওতালি সাহিত্যের ইতিহাস (5th সংস্করণ)। নির্মল বুক এজেন্সি। পৃষ্ঠা 430। 
  2. পরিমল হেমব্রম। সাঁওতালি সাহিত্যের ইতিহাস (5th সংস্করণ)। নির্মল বুক এজেন্সি। পৃষ্ঠা 430। 

বহিঃসংযোগ[সম্পাদনা]