বিষয়বস্তুতে চলুন

প্রতুল মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতুল মুখোপাধ্যায়
সল্ট লেকের সেন্ট্রাল পার্কে ২০২৩ সালে অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার মৃণাল সেন মুক্তমঞ্চে প্রতুল মুখোপাধ্যায়
জন্ম (1942-06-25) ২৫ জুন ১৯৪২ (বয়স ৮২)
বরিশাল, অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশ)[]
জাতীয়তাভারতীয়
পেশাগায়ক, সুরকার
পরিচিতির কারণআমি বাংলায় গান গাই গানটির লেখক

প্রতুল মুখোপাধ্যায় হচ্ছেন একজন বাঙালি গায়ক,[] সৃজনশীল শিল্পী এবং গীতিকার।[] তিনি আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাসাও সাগরে নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক।[] তিনি গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন।[] তিনি মনে করেন, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয়। তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায়, কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে।

জন্ম ও কর্মজীবন

[সম্পাদনা]

প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন।[][][] বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক ও মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী। দেশবিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারত চলে যান। সেখানে শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়ায়।

ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা ও সুরে গান গাইতেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় প্রথম সুরারোপ করেন। নিজের লেখা গানের পাশাপাশি ছড়া, কবিতায়ও তিনি বিভিন্ন সময় সুরারোপ করেছেন।

কর্মসমূহ

[সম্পাদনা]

অ্যালবামসমূহ

[সম্পাদনা]
  • পাথরে পাথরে নাচে আগুন (১৯৮৮) অন্যান্য শিল্পীর সাথে
  • যেতে হবে (১৯৯৪)
  • ওঠো হে (১৯৯৪)
  • কুট্টুস কাট্টুস (১৯৯৭)
  • স্বপ্নের ফেরিওয়ালা (২০০০) অন্যান্য শিল্পীর সাথে
  • তোমাকে দেখেছিলাম (২০০০)
  • স্বপনপুরে (২০০২)
  • অনেক নতুন বন্ধু হোক (২০০৪) অন্যান্য শিল্পীর সাথে
  • হযবরল, সুকুমার রায়ের (২০০৪) আবৃত্তি ও পাঠ্য পাঠ
  • দুই কানুর উপাখ্যান (২০০৫) আবৃত্তি ও পাঠ্য পাঠ, অন্যান্য শিল্পীর সাথে
  • আঁধার নামে (২০০৭) যোজিত
  • অসীমে উধাও হলো (২০০৯) অন্যান্য শিল্পীদের সঙ্গে
  • আমি বাংলায় গান গাই (২০১৭)
  • আপন সুরে ভাষার গান (২০২০) অন্যান্য শিল্পীদের সঙ্গে
  • ভোর - অপ্রকাশিত গান (২০২২)

বইসমূহ

[সম্পাদনা]
  • প্রতুল মুখোপাধ্যাযয়ের নির্বাচিত গান
  • শক্তি-রাজনীতি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্বপন, হাবিবুর রহমান (২৭ আগস্ট ২০১৪)। "প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই"দৈনিক জনকন্ঠ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Bengalis raise language voice"টেলিগ্রাফ কলকাতা। নভেম্বর ২২, ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২ 
  3. "A master inspirator sings live"দ্য ডেইলি স্টার। মার্চ ৩১, ২০১০। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২ 
  4. "Music and lyrics"টেলিগ্রাফ কলকাতা। মার্চ ১৩, ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২ 
  5. "Gosain Baganer bhoot"টেলিগ্রাফ কলকাতা। ডিসেম্বর ১৩, ২০১১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১২ 
  6. "প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন"Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১ 
  7. ডটকম, সাজিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর। "এখন অভাবের বড় অভাব: প্রতুল মুখোপাধ্যায়"bangla.bdnews24.com। ২০১৯-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১ 
  8. "'আমি বাংলায় গান গাই' এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল"বাঙালীয়ানা। ২০১৯-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১