গুরমেহর কৌর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুরমেহর কৌর
একটি বইয়ের প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে গুরমেহর কৌর
জন্ম১৯৯৬/১৯৯৭ (২৭–২৮ বছর) [১]
জাতীয়তাভারতীয়

গুরমেহর কৌর হলেন একজন ভারতীয় সক্রিয় ছাত্রকর্মী এবং লেখক।[২] ২০১৯ সালে, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সোমারভিলে কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কৌর যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা, পোস্টকার্ডস ফর পিসের (যা সকল প্রকার বৈষম্য দূরীকরণে সহায়তা করে) রাষ্ট্রদূত।[৩]

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রামজাস কলেজে সংগঠিত অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর (এবিভিপি) মধ্যে সংঘর্ষের পরে জেএনইউর শিক্ষার্থী উমর খালিদ এবং শেহলা রশিদ শোরা একটি ক্যাম্পাস সেমিনারের আলোচনায় আমন্ত্রিত হয়ে আসেন; গুরমেহর "সেভ ডিইউ (দিল্লি ইউনিভার্সিটি) ক্যাম্পেন" নামক উক্ত আলোচনার অংশ ছিলেন। এর আগে, তিনি প্রকাশিত একটি ভিডিওর কারণেও খবরে ছিলেন।

২০১৭ সালের অক্টোবর মাসে, টাইম ম্যাগাজিন কৌর সম্পর্কে তাদের মতামত জানাতে "মুক্ত ভাষা যোদ্ধা" শব্দটি ব্যবহার করেছিল এবং ২০১৭ সালে প্রকাশিত "শীর্ষ ১০ পরবর্তী প্রজন্মের নেতা" তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করেছে। তিনি একটি স্মৃতিচারণ পুস্তক লিখেছেন, যেটি জানুয়ারি মাসে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস দ্বারাস্মল অ্যাক্টস অফ ফ্রিডম নামে প্রকাশিত হয়েছিল।[৪][৫] তিনি ২০১৮ সালের জানুয়ারি মাসে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত হার্ভার্ড ইউএস ইন্ডিয়া ইনিশিয়েটিভের বক্তাও ছিলেন।[৬]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

গুরমেহার কৌর জলন্ধরে রাজবিন্দর কৌর এবং ক্যাপ্টেন মনদীপ সিংয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[৩] তিনি লুধিয়ানার হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করেছেন। তার বাবা মনদীপ সিং ১৯৯৯ সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের দ্বারা রাত সোয়া একটায় রাষ্ট্রীয় রাইফেল শিবিরে আক্রমণে নিহত ভারতীয় সেনাবাহিনীর সাত কর্মীর মধ্যে একজন ছিলেন।[৭] কৌর লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন থেকে সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোমারভিলে কলেজে যোগ দিয়েছিলেন এবং আধুনিক দক্ষিণ এশীয় বিষয়ে এমএসসি সম্পন্ন করেছেন।[৮][৯]

বিতর্ক[সম্পাদনা]

ভারত-পাক শান্তি বার্তার ভিডিও[সম্পাদনা]

২০১৬ সালের ২৮শে এপ্রিল তারিখ ভোরে ভয়েস অফ রাম (রাম সুব্রামনিয়ান) ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছিল, যাতে গুরমেহর কৌর উপস্থিত ছিলেন।[১০] উক্ত ভিডিওটি ভয়েস অফ রামের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছিল।[১১] উক্ত ভিডিওতে ভারতপাকিস্তানের নেতৃত্বের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে "শান্তির" কথা উল্লেখ করে গুরমেহার কৌর ২০১৬ সালের এপ্রিল মাসে "#প্রোফাইলফরপিস" নামে একটি প্রচারণা শুরু করেছিলেন। তিনি যুদ্ধের বিরুদ্ধে লড়াই করে নিজেকে "শান্তির সৈনিক" হিসাবে উপস্থাপন করেছিলেন।

বই[সম্পাদনা]

  • স্মল অ্যাক্টস অফ ফ্রিডম (২০১৮), পেঙ্গুইন র‍্যান্ডম হাউস
  • দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস (ভারতে যুব ও রাজনীতি) (২০১৮), পেঙ্গুইন বুকস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Who is Gurmehar Kaur? What's the ongoing #SaveDU campaign all about? All your questions answered"। ২৮ ফেব্রুয়ারি ২০১৭। 
  2. "Who is Gurmehar Kaur?"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  3. "Who is Gurmehar Kaur? What's the ongoing #SaveDU campaign all about? All your questions answered"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 
  4. Santhanam, Radhika (২০ জানুয়ারি ২০১৮)। "Small Acts of Freedom review: Memories and reality"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "Gurmehar Kaur's 'Small Acts of Freedom' to be published soon - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  6. "Home - Harvard US India Initiative"HUII (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. Sehgal, Manjeet। "All about Gutmehar Kaur's Father Captain Mandeep Singh"M.indiatoday.in 
  8. Yerasala, Ikyatha (৩১ জুলাই ২০১৯)। "Young, restless and bold"The Asian Age। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯ 
  9. "Gurmehar Kaur, Author at Weidenfeld-Hoffmann Trust"Weidenfeld-Hoffmann Trust (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯ 
  10. "Log In or Sign Up to View"www.facebook.com 
  11. Voice Of Ram (২৮ এপ্রিল ২০১৬)। "Gurmehar kaur Soldier of peace" – YouTube-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]