গিলমার দস সান্তোস নেভেস
![]() ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর আনন্দের আতিশয্যে ক্রন্দনরত পেলের সাথে গিলমার | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গিলমার দস সান্তোস নেভেস | ||
জন্ম | ২২ আগস্ট ১৯৩০ | ||
জন্ম স্থান | সান্তোস, ব্রাজিল | ||
মৃত্যু | ২৫ আগস্ট ২০১৩ | (বয়স ৮৩)||
মৃত্যুর স্থান | সাও পাউলো, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
যুব পর্যায় | |||
১৯৪৫–১৯৫১ | জাবাকুয়ারা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৫১–১৯৬১ | করিন্থিয়ান্স | ৪৮৬ | (০) |
১৯৬১–১৯৬৯ | সান্তোস | ২৬৬ | (০) |
মোট | ৭৫২ | (০) | |
জাতীয় দল | |||
১৯৫৩–১৯৬৯[১] | ব্রাজিল | ৯৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
গিলমার দোস সান্তোস নেভেস (ব্রাজিলীয় পর্তুগিজ: [ʒiwˈmaɾ duˈsɐ̃tus ˈnɛvis]; পর্তুগিজ: Gylmar dos Santos Neves; জন্ম: ২২ আগস্ট, ১৯৩০-২৫ আগস্ট, ২০১৩) ব্রাজিলের সান্তোসে জন্মগ্রহণকারী বিখ্যাত ফুটবল খেলোয়াড়। গিলমার নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। ব্রাজিল দলের পক্ষ হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি।[২] মাঠে তিনি গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। ঘরোয়া ফুটবলে করিন্থিয়ান্স ও সান্তোসের পক্ষাবলম্বন করে খেলেছন।
বিংশ শতাব্দীতে ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে চিহ্নিত হয়ে আছেন তিনি। এছাড়াও, শান্তিপ্রিয় ব্যক্তি হিসেবে চীরস্মরণীয় হয়ে আছেন। অ্যালেক্স বেলোসের ফুতবল:দ্য ব্রাজিলিয়ান ওয়ে অফ লাইফ গ্রন্থে গিলমারের নাম সম্বন্ধে জানা যায় যে, বাবা [গিল]বার্তো এবং মাতা [মার]ইয়া থেকে গিলমারের নাম এসেছে। ষাটের দশকে পেলে’র বিশ্ব-খ্যাত দল সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের সাথে একত্রে খেলেছেন। ফলে, তিনি বিশ্বব্যাপী পেলে’র গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান।
ক্রীড়া জীবন
[সম্পাদনা]ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯৪ খেলায় অংশ নেন গিলমার। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্য পরপর তিনটি বিশ্বকাপ ফুটবলে জাতীয় দলের সদস্য ছিলেন। তন্মধ্যে মূল একাদশে খেলে ব্রাজিল দলকে ১৯৫৮ ও ১৯৬২ সালের দু’টি বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র গোলরক্ষক, যিনি মূল একাদশে খেলে এ সাফল্য লাভে পারঙ্গমতা প্রদর্শন করেছেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gilmar dos Santos Neves - International Appearances"। Rec.Sport.Soccer Statistics Foundation।
- ↑ Agência Brasil। "Morre Gylmar, ex-goleiro da Seleção Brasileira das copas de 1958 e 1962 | Agência Brasil"। Agenciabrasil.ebc.com.br। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- FIFA Statistics ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে
- Corinthians All Time Best XI Placar Magazine
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে গিলমার দস সান্তোস নেভেস (ইংরেজি)