বিষয়বস্তুতে চলুন

গিরিজা প্রসাদ কোইরালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিরিজা প্রসাদ কৈরালা
गिरीजाप्रसाद कोइराला
নেপালের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০০৭ – ২৩ জুলাই ২০০৮
উত্তরসূরীরাম বরন যাদব
নেপালের প্রধানমন্ত্রীদের তালিকাl
কাজের মেয়াদ
২৫ এপ্রিল ২০০৬ – ১৮ আগস্ট ২০০৮
পূর্বসূরীশের বাহাদুর দেউবা
উত্তরসূরীপুষ্প কমল দাহাল প্রচন্ড
কাজের মেয়াদ
২২ মার্চ ২০০০ – ২৬ জুলাই ২০০১
পূর্বসূরীকৃষ্ণ প্রসাদ ভাত্তারী
উত্তরসূরীশের বাহাদুর দেউবা
কাজের মেয়াদ
১৫ এপ্রিল ১৯৯৮ – ৩১ মে ১৯৯৯
পূর্বসূরীসূর্য বাহাদুর থাপা
উত্তরসূরীকৃষ্ণ প্রসাদ ভাত্তারী
কাজের মেয়াদ
২৬ মে ১৯৯১ – ৩০ নভেম্বর ১৯৯৪
পূর্বসূরীকৃষ্ণ প্রসাদ ভাত্তারী
উত্তরসূরীমন মোহন অধিকারী
কাজের মেয়াদ
১১ মে ১৯৯৬ – ২০ মার্চ ২০১০
পূর্বসূরীকৃষ্ণ প্রসাদ ভাত্তারী
উত্তরসূরীসুশীল কৈরালা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৪-০৭-০৪)৪ জুলাই ১৯২৪
Saharsa, Bihar, British Raj (present-day India)
মৃত্যু২০ মার্চ ২০১০(2010-03-20) (বয়স ৮৫)
কাঠমান্ডু, নেপাল
রাজনৈতিক দলনেপালি কংগ্রেস
দাম্পত্য সঙ্গীসুষুমা কৈরালা (মৃত)
সন্তানসুজাতা কৈরালা

গিরিজা প্রসাদ কৈরালা (নেপালি: गिरीजाप्रसाद कोइराला Listen; ৪ জুলাই ১৯২৪- ২০ মার্চ ২০১০),[][] সাধারণত জি পি কৈরালা নামে পরিচিত, একজন নেপালী রাজনীতিবিদ ছিলেন। গিরিজা প্রসাদ কৈরালা তিনি নেপালি কংগ্রেস এর নেতৃত্ব দেন এবং চার বার নেপালের প্রধানমন্ত্রীত্ব করেন। তিনি ১৯৯১-১৯৯৪, ১৯৯৮-১৯৯৯, ২০০০-২০০১, ২০০৬-২০০৮ মোট চারবার প্রধানমন্ত্রীত্ব করেন। তিনি জানুয়ারি ২০০৭ থেকে জুলাই ২০০৮ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। কৈরালা প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি নেপালীয় শ্রমিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন। ১৯৫৯ সালের পর তওনি ১৯৯১ সালে সর্বপ্রথম গণতান্ত্রিকভাব প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কৈরালা ব্রিটিশ ভারতের বিহারের সাহারসায় ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষ্ণ প্রসাদ কৈরলা নেপালে নির্বাসিত হয়েছিলেন। [] ১৯৫২ সালে কৈরালা সুষুমা কৈরালার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুষুমা কৈরালা বিরাটনগর মমহিলা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।[] তাদের কন্যা সুজাতা ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ১৯৬৭ সালে আগুনের চুলার বিস্ফোরনে মারা যান।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]
জবান গিরিজা প্রসাদ কোইরালা

কৈরালা ১৯৪৭ সালে বিরাটনগর জুট মিল আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। [] ১৯৪৮ সালে কৈরালা নেপাল মাজদুর কংগ্রেস দল গঠন করে। ১৯৫২ সালে তিনি নেপালীয় কংগ্রেসের মোরঙ জেলার চেয়ারম্যান হন এবং ১৯৬০ সালে নেপালের রাজা মাহেন্দ্র ককর্তৃক আটক ও ককারারুদ্ধ হওয়া পর্যন্ত তিনি ঐ পদে বহাল ছিলেন। [][] ১৯৬৭ সালে দলের অন্যান্য নেতা ও কর্মীসহ কৈরালা জেল থেকে মুক্তি পেলে তাদেরকে ভারতে নির্বাসিত করা হয়। [] ১৯৭৯ সালে নেপালে ফেরা পর্যন্ত তিনি ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেপালি কংগ্রেস এর সাধারণ সম্পাদক ছিলেন।[]

১ম পর্যায়

[সম্পাদনা]

১৯৯১ সালে অনুষ্ঠিত প্রথম বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনে কৈরালা মুরং ১ এবং সুনসারি ৫ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নেপালীয় কংগ্রেস পার্লামেন্টের নিম্ন কক্ষ প্রতিনিধি সভার ২০৫টি আসনের ১১০টি আসন লাভ করে। পরবর্তীকালে তিনি নেপালীয় কংগ্রেস সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হন এবং রাজা বিরেন্দ্র ডাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]
কৈরালার শেষকৃত্য অনুষ্ঠানে সুজাতা কৈরালা

শ্বাসকষ্ট ও ফুসফসের পীড়াজনিত কারণে কৈরালা তার মেয়ে সুজাতা কৈরালার বাসায় ২০ মার্চ ২০১০ সালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[] ২১ মার্চ কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির এ তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।[] তার মৃত্যুর খবর পাওয়ার পর অসংখ্য রাজনীতিবিদ শোকবারতা প্রকাশ করেন।

বিদেশী সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Girija Prasad Koirala passes away at 86; last rites on Sunday"Ekantipur। Kathmandu, Nepal। ২০ মার্চ ২০১০। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১২ 
  2. Kiran Chapagain and Jim Yardley (২২ মার্চ ২০১০)। "Girija Prasad Koirala, Former Nepal Premier, Dies at 86"The New York Times। Kathmandu, Nepal। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১২ 
  3. Marasini, Prerana (২০ মার্চ ২০১০)। "G.P. Koirala passes away"The HinduThe Hindu Group। ২৪ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১০ 
  4. "The private life of GPK"The Kathmandu Post। ২৬ মার্চ ২০১০। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬  অজানা প্যারামিটার |acce ssdate= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. "GP Koirala"। NNDB.com। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪ 
  6. "Nepalese ex-leader Girija Prasad Koirala dies"BBC News। ২০ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১০ 
  7. http://www.opmcm.gov.np/index.php?param=p7
  8. "সম্মান আরো ৬১ বিদেশি বন্ধুকে, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২০ অক্টোবর ২০১২"। ২৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২