গড় নাসিমপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড় নাসিমপুর
গড় নাসিমপুর চলচ্চিত্র পোষ্টার
পরিচালকঅজিত লাহিড়ী
চিত্রনাট্যকারবারীন্দ্রনাথ দাশ
কাহিনিকারবারীন্দ্রনাথ দাশ
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
বিশ্বজিৎ চ্যাটার্জী
মাধবী মুখোপাধ্যায়
রুমা গুহঠাকুরতা
সুরকারশ্যামল মিত্র
মুক্তি১ নভেম্বর ১৯৬৮
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

গড় নাসিমপুর হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অজিত লাহিড়ী[১] এই চলচ্চিত্রটিতে চিত্রনাট্যকার এবং কাহিনী লিখেছিলেন বারীন্দ্রনাথ দাশ। এই চলচ্চিত্রটি ১৯৬৮ সালে শ্যাডো প্রোডাকসান ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র[২] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, বিশ্বজিৎ চ্যাটার্জী, মাধবী মুখোপাধ্যায়, রুমা গুহঠাকুরতা[৩]

কাহিনী[সম্পাদনা]

এই গল্পটি ১৬৫১ সালের পটভূমিতে চিত্রিত হয়েছিল যখন সম্রাট ছিলেন শাহজাহান এবং বাংলার সুবেদার ছিলেন শাহজাদা সুজা। কিন্তু অনেকে রাজা হওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। ইতিমধ্যে শাহজাদা আওরেঙ্গজেব গোলকুণ্ডার রাজার সাথে মিলিত হয়েছেন। সুজা নাসিমপুরের রাজা ইন্দ্রনারায়ণকে বিশেষভাবে পছন্দ করতেন তবে ষড়যন্ত্রকারী হিসাবে তিনি তার খুব ঘনিষ্ঠ বন্ধু উমাকান্ত রায়ের এলাকা দখল করেছিলেন। দেবকান্ত রায়ের ছেলে উমাকান্ত তিনি এখনও ইন্দ্রনারায়ণের সঙ্গে থাকেন। একদিন তিনি একটি ডাকাত দলের প্রধান ভুজঙ্গ হালদার তার সাথে দেখা করেন। নাসিমপুরের রাজকন্যা উত্তরার সাথে বাসুদেবকে দেখা করতে বাঁধা দেন তাঁর দেওয়ান। কিন্তু উত্তরা বাসুদেবকে ভালোবাসে, সে তাকে বলেছিল যে তার কার্যক্রম তার কাছে গ্রহণযোগ্য নয়। অবশেষে মীর জুমলা শাহজাদা আওরঙ্গজেবকে সাহায্য করেন এবং বাসুদেব মীর জুমলার সঙ্গে একটি ষড়যন্ত্র করেন। কিন্তু উমাকান্ত সব ষড়যন্ত্র উন্মোচন করে তারপর উত্তরার সাথে পুনরায় মিলিত হয়।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সাউন্ডট্রাক[সম্পাদনা]

সকল গানের সুরকার শ্যামল মিত্র

গান
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."ওগো সুন্দর"আরতি মুখার্জী২:৩৩
২."যে গোলাপ কাঁটার ঘায়ে"সন্ধ্যা মুখোপাধ্যায়৩:৩২
৩."তুহুন চন্দ্রা মোর"আরতি মুখার্জী, শ্যামল মিত্র৩:৩১
৪."দুটি আঁখি তারা"শ্যামল মিত্র৩:৩৬
৫."বরসা যে এল"আরতি মুখার্জী৩:৩৫

[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Garh Nasimpur | Watch Full Movie Online | Eros Now" (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  2. "Garh Nasimpur on Moviebuff.com"Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  3. "Garh Nasimpur (1968) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"Cinestaan। ২০২১-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  4. "Biswajit Chatterjee has been conferred Indian Personality of the Year Award at 51st IFFI - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  5. https://www.hungama.com/album/garh-nasimpur/1934137/

বহিঃসংযোগ[সম্পাদনা]