খারিজাহ ইবনে যায়েদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খারিজাহ ইবনে যায়েদ
(আরবি): جارجة
জন্ম
খারিজাহ ইবনে যায়েদ ইবনে সাবিত আল-আনসারি

২৯হিজরি/৬৫০ খ্রিঃ
মৃত্যু৯৯ হিজরি/৭১৭ খ্রিঃ
মদিনা
সমাধিজান্নাতুল বাকি, মদিনা
অন্যান্য নামআবু যায়েদ
পিতা-মাতাযায়েদ ইবনে সাবেত
উম্মে সা’দ ইবনে রবী
আত্মীয়ইসমাইল ইবনে যায়েদ (ভাই)
সা’দ ইবনে যায়েদ

খারিজাহ ইবনে যায়েদ ইবনে সাবিত(আরবী:خارجة بن زید بن ثابت) বিখ্যাত তাবেয়ী। তিনি মদীনার সাতজন প্রখ্যাত সাত ফকীহের মধ্যে অন্যতম ছিলেন।তিনি বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিতের ছেলে।

নাম ও বংশ[সম্পাদনা]

নাম- খারিজাহ ইবনে যাইদ ইবনে সাবিত আনসারী, উপাধি আবু যায়েদ। পিতা-যায়েদ ইবনে সাবিত আল-আনসারীউপনাম- আবু যায়েদ। গোত্র- মদিনার বনু নাজ্জার। ইসমাইল ইবনে যায়েদ এবং সা’দ ইবনে যায়েদ হলো তার ভাই। [১]

জন্ম[সম্পাদনা]

তিনি উসমান (রা.) এর খেলাফতকালে ২৯হিজরী মুতাবেক ৬৫০খ্রীস্টাব্দে জন্মগ্রহন করেন।

শিক্ষা[সম্পাদনা]

তার বাবা যায়েদ ইবনে সাবিত ছিল অনেক বিখ্যাত সাহাবী। তার মা উম্মে সা’দ জামিলা বিনতে সা’দ, তিনিও সাহাবী ছিলেন। তার নানা ছিল সা’দ ইবনে রবীয়া, তিনিও অনেক বড় সাহাবী ছিলেন। তার জন্মকালে যেহেতু অনেক বড় বড় সাহাবী ও তাবেয়ী ছিলেন। তাদের কাছ থেকেই জ্ঞান অর্জন করেন। তার শিক্ষক হিসেবে ছিল- তার বাবা যায়েদ ইবনে সাবেত, তার মা উম্মে সা’দ ইবনে রবী’, চাচা ইয়াযিদ ইবনে সাবিত, উসামা ইবনে যায়েদ, সুহাইল ইবনে সা’দ, আব্দুর রহমান ইবনে আবি উমরাহ। এছাড়াও অন্যান্য সাহাবী ও তাবেয়ীদের থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন।[২]

প্রখ্যাত সাত ফুকাহা[সম্পাদনা]

  • সাঈদ ইবনুল মুসায়্যিব
  • উরওয়াহ ইবনুয যুবাইর ইবনুল আওয়াম
  • সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমার
  • কাসিম ইবনে মুহাম্মাদ ইবনে আবি বকর
  • আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আওফ
  • সুলাইমান ইবনে ইয়াসার
  • খারিজাহ ইবনে যায়েদ ইবনে সাবিত

মদীনায় যারা ঐ সময়ে ইসলামী জ্ঞানের সর্বাধিক জ্ঞানী ছিলেন। তিনি ছিলেন তাদের অন্যতম। বিভিন্ন সমস্যা সমাধানে যারা ফতোয়া প্রদান করতেন।

মৃত্যু[সম্পাদনা]

খারিজাহ ইবনে যায়েদ মদিনায় ৯৯ হিজরি মুতাবেক ৭১৭খ্রিস্টাব্দে মারা যান। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগে, তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি ৭০টি সিঁড়ি বেয়ে উঠেছেন এবং তারপরে গড়িয়ে পরছেন।

আবু বকর বিন মোহাম্মদ বিন আমর ইবনে হাজম তাঁর জানাজা পড়িয়েছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://ur.wikipedia.org/wiki/%D8%AE%D8%A7%D8%B1%D8%AC%DB%81_%D8%A8%D9%86_%D8%B2%DB%8C%D8%AF_%D8%A8%D9%86_%D8%AB%D8%A7%D8%A8%D8%AA
  2. "خارجة بن زيد بن ثابت"ويكيبيديا (আরবি ভাষায়)। ২০২০-০৩-০৮। 
  3. سير الاعلام 4 / 382