খসড়া:বিকল্প (অর্থসংস্থান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্থিক ভাষায় বিকল্প হল একটি আর্থিক উপকরণ যা একটি অন্তর্নিহিত সম্পদ থেকে তার মূল্য আহরণ করে।[১] একটি বিকল্প তার মালিককে অন্তর্নিহিত সম্পদ নির্দিষ্ট তারিখে বা তারও আগে স্ট্রাইক মূল্যে কেনা বা বিক্রি করার অধিকার দেয়।

বিকল্প হয় বিভিন্ন ধরনের। বিকল্প সাধারণত অর্জিত হয়ে থাকে ক্রয়ের মাধ্যমে, এক ধরনের ক্ষতিপূরণ হিসাবে অথবা কোন এক আর্থিক লেনদেনের মাধ্যমে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "What are Options? Types, Spreads, Example, and Risk Metrics - Investopedia"Investopedia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮