বিনিয়োগকারী
বিনিয়োগকারী হ'ল এমন ব্যক্তি যে ভবিষ্যতের আর্থিক লাভ বা সুবিধা (সুদ) অর্জনের প্রত্যাশায় মূলধন বরাদ্দ/বিনিয়োগ করে।[১][২] এই বিনিয়োজিত মূলধনের মাধ্যমে বেশিরভাগ সময় বিনিয়োগকারীরা সম্পত্তি কিনে থাকেন।[৩] সাধারণত, বিনিয়োগের ধরনের মধ্যে রয়েছে মূলধন মজুদ, ঋণ, সিকিউরিটিজ, রিয়েল এস্টেট, অবকাঠামো, মুদ্রা, পণ্য, টোকেন, ডেরাইভেটিভস (পুট অ্যান্ড কল অপশন) ভবিষ্যৎ চুক্তি, ফরোয়ার্ড ইত্যাদি। এই সংজ্ঞা প্রাথমিক বাজার এবং গৌণ বাজারের বিনিয়োগকারীদের মধ্যে কোনও পার্থক্য করে না। অর্থাৎ, যে ব্যক্তি ব্যবসায়ে মূলধন সরবরাহ করে এবং যে স্টক কিনে তারা উভয়ই বিনিয়োগকারী হিসেবে বিবেচ্য। যে বিনিয়োগকারীর কোন কোম্পানিতে মাত্র একটি শেয়ারের রয়েছে, তিনিও উক্ত কোম্পানির একজন মালিক।
প্রয়োজনীয় গুণাবলি
[সম্পাদনা]বিনিয়োগে লাভের প্রত্যাশায় অনুমিত ঝুঁকি গ্রহণ করতে হয় এবং এক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় লাভের আশা বেশি থাকে। বিনিয়োগকারী ''অনুমানকারী'' বা "জল্পনাকারী" এবং জুয়াড়িদের থেকে আলাদা।[৪]
বিনিয়োগকারীরা সর্বদা কোম্পানির মালিক হয়ে থাকে কিন্তু অন্য সকল ব্যবসায়ী যারা শুধুমাত্র লাভের আশায় অর্থ বরাদ্দ করে তারা কোম্পানির মালিক নাও হতে পারে।[৫]
বিনিয়োগকারীদের প্রকার
[সম্পাদনা]বিনিয়োগকারী সাধারণত দুই ধরনের,[৬] খুচরা বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীঃ
খুচরা বিনিয়োগকারী
[সম্পাদনা]- স্বতন্ত্র বিনিয়োগকারী (ব্যক্তিদের পক্ষে ট্রাস্টসমূহ এবং বিনিয়োগ তহবিলের জন্য দুই বা আরও বেশি ব্যেক্তির দ্বারা গঠিত ছাতা কোম্পানিসমূহ);
- দেবদূত বিনিয়োগকারী (ব্যক্তি এবং গোষ্ঠী);
- সোয়েট ইক্যুইটি বিনিয়োগকারী[৭]।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী
[সম্পাদনা]- কর্মীদের পক্ষে বিনিয়োগ করে এমন পেনশন ফান্ড/পরিকল্পনা;
- সরাসরি বা ক্যাপটিভ ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে এমন ব্যবসা;
- বিশ্ববিদ্যালয় বা গীর্জা ইত্যাদি কর্তৃক ব্যবহৃত হয় এমন অর্পিত তহবিল;
- মিউচুয়াল ফান্ডস, হেজ ফান্ডস এবং অন্যান্য তহবিল, যার মালিকানা প্রকাশ্যে লেনদেন হতে পারে বা নাও হতে পারে (এই তহবিলগুলি সাধারণত তাদের মালিক-গ্রাহকদের কাছ থেকে সিকিউরিটির বিনিয়োগে অর্থ সংগ্রহ করে);
- সার্বভৌম সম্পদ তহবিল;
- বৃহৎ অর্থ ব্যবস্থাপক[৮]
বিনিয়োগকারীদের বিনিয়োগের ধরনের উপর ভিত্তি করেও শ্রেণিবিন্যাস করা হতে পারে। এই ক্ষেত্রে, বিনিয়োগকারীর একটি মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হ'ল ঝুঁকি নেয়ার মনোভাব।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]
- ↑ Lin, Tom C.W. (২০১৫)। "Reasonable Investor(s)": 466।
- ↑ "INVESTOR definition in the Cambridge English Dictionary"। Cambridge English Dictionary। Cambridge University Press। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ Jonathan Fisher QC, Jane Bewsey, Malcolm Waters QC, Elizabeth Ovey (2003): The Law of Investor Protection. 2nd edition. London: Sweet & Maxwell
- ↑ "Barron's | Financial and Investment News"। www.barrons.com।
- ↑ "Looking at Corporate Governance from the Investor's Perspective"। Sec.gov। এপ্রিল ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪।
- ↑ Palmer, Barclay। "Institutional vs. Retail Investors: What's the Difference?"। Investopedia।
- ↑ Hayes, Adam। "Retail Investor Definition"। Investopedia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭।
- ↑ "Institutional Investor - Overview, Types, Investing Risks"। Corporate Finance Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে বিনিয়োগকারী সম্পর্কিত মিডিয়া দেখুন।