ক্রিস্তিনা ফের্নান্দেস দে কির্শনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্তিনা ফের্নান্দেস দে কির্শনার
Cristina fernandez de kirchner cropped 2007-04-25.JPG
আর্জেন্টিনার উপরাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ ডিসেম্বর, ২০১৯
রাষ্ট্রপতিআলবার্তো ফার্নান্দেজ
জাতীয় সিনেটর
বুয়েনোস আইরেস প্রদেশ
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর, ২০০৫ – ২৮ নভেম্বর, ২০০৭
জাতীয় সিনেটর
সান্তা ক্রুস
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর, ২০০১ – ৯ ডিসেম্বর, ২০০৫
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর, ১৯৯৫ – ৩ ডিসেম্বর, ১৯৯৭
সংসদ সদস্য
সান্তা ক্রুস
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর, ১৯৯৭ – ৯ ডিসেম্বর, ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্মক্রিস্তিনা এলিসাবেত ফের্নান্দেস দে কির্শনার
(1953-02-19) ১৯ ফেব্রুয়ারি ১৯৫৩ (বয়স ৭০)
লা প্লাতা, আর্জেন্টিনা[১]
রাজনৈতিক দলফ্রন্ট ফর ভিক্টরি
জাস্টিসিয়ালিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীনেস্তর কির্শনার (১৯৭৫-২০১০)
সন্তানমাক্সিমো
ফ্লোরেন্সিয়া
প্রাক্তন শিক্ষার্থীলা প্লাতা জাতীয় বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ক্রিস্তিনা ফের্নান্দেস দে কির্শনার (ক্রিস্তিনা ফের্নান্দেস বা ক্রিস্তিনা কির্শনার[ট ১] (স্পেনীয় উচ্চারণ: [kɾisˈtina eˈlisaβet ferˈnandes ðe ˈkiɾʃneɾ] (এই শব্দ সম্পর্কেশুনুন); স্পেনীয়: Cristina Fernández de Kirchner; জন্ম: ১৯ ফেব্রুয়ারি, ১৯৫৩) বুয়েনোস আইরেস প্রদেশের লা প্লাতা শহরে জন্মগ্রহণকারী আর্জেন্টিনার বিশিষ্ট মহিলা আইনজীবীরাজনীতিবিদ[২][৩] বর্তমানে তিনি আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন ও ইসাবেল মার্তিনেস দে পেরোনের পর দ্বিতীয় নারী হিসেবে রাষ্ট্রপতির পদ লাভ করেছেন। এছাড়াও তিনি আর্জেন্টিনার প্রথম নারী, যিনি রাষ্ট্রপতি পদে পুণঃনির্বাচিত হয়েছেন।

তিনি প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি নেস্তর কির্চনারের স্থলাভিষিক্ত হন। অক্টোবর, ২০০৭ সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এরপর অক্টোবর, ২০১১ সালে দ্বিতীয়বারের মতো চার বছর মেয়াদকালে আর্জেন্টিনার ৫২তম রাষ্ট্রপতি হবার সুযোগ লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ক্রিস্তিনা ফার্নান্দেজ স্পেনীয় বংশোদ্ভূত বাস চালক এদুয়ার্দো ফের্নান্দেস এবং জার্মান বংশোদ্ভূত ওফেলিয়া এসথার ভিলহেল্মের কন্যা।[৪] তিনি বুয়েনোস আইরেস প্রদেশের লা প্লাতা শহরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেন।[৫] অধ্যয়নের সময়ে সেখানেই আইন বিষয়ের ছাত্র ও পরবর্তীকালে আর্জেন্টিনার রাষ্ট্রপতি নেস্তর কির্শনারের সাথে পরিচিত হন। ১৯৭৫ সালে উভয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। একবছর পর সামরিক জান্তা কর্তৃক আর্জেন্টিনার ক্ষমতাভার গ্রহণ করলে লা প্লাতা ছেড়ে এ দম্পতি সান্তা ক্রুস প্রদেশে অবস্থিত নেস্তরের নিজ শহর রিও গাইয়েগোসে চলে যান। এরপর তারা আইনজীবী হিসেবে সান্তা ক্রুজ প্রদেশে চলে আসেন। ১৯৮৩ সালে দেশে গণতন্ত্র ফিরে আসলে উভয়ে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হন।

১৯৮৭ সালে নেস্তর কির্চনার রিও গলেগসের মেয়র হিসেবে নির্বাচিত হন। স্বামী চারবছর মেয়াদের প্রাদেশিক গভর্নর হলে ক্রিস্টিনা সান্তা ক্রুজের ফার্স্ট লেডি হন। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত নেস্তর কির্চনারের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে ফার্স্ট লেডির মর্যাদা উপভোগ করেন। ২০১০ সালে স্বামীর মৃত্যু পর্যন্ত ক্রিস্টিনা সংসার ধর্ম পালন করেন।[৬]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

জাস্টিসিয়ালিস্ট পার্টির সদস্য হিসেবে মে, ১৯৯১ সালে একবার প্রাদেশিক পরিষদের জাতীয় প্রতিনিধি হয়েছিলেন। এছাড়াও ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে তিনবার জাতীয় সিনেটর হিসেবে সান্তা ক্রুজ ও বুয়েন্স আয়ার্স প্রদেশ থেকে নির্বাচিত হন।

২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ফ্রন্ট ফর ভিক্টরি দলের পক্ষ হয়ে নির্বাচন করেন ও রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাভার গ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Presidency of the Argentine Nation। "The President Biography" (Spanish ভাষায়)। ২০০৯-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৩ 
  2. http://www.lne.es/asturias/2012/04/22/evita-sangre-asturiana/1231322.html
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩ 
  4. Cristina Fernández de Kirchner profile[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. Lara, Rodolfo (২ অক্টোবর ২০০৭)। "Universidad de La Plata: Cristina está graduada" [University of La Plata: Cristina is graduated] (Spanish ভাষায়)। Clarín। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২ 
  6. (স্পেনীয়) "Senadora Nacional Cristina E. Fernández de Kirchner"। República Argentina। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-০৮ 

পাদটীকা[সম্পাদনা]

  1. She is variously known as Cristina Fernández, Cristina K, or Cristina.

গ্রন্থপঞ্জী[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
নেস্তর কির্শনার
আর্জেন্টিনার রাষ্ট্রপতি
২০০৭-বর্তমান
নির্ধারিত হয়নি
সম্মানজনক পদবীসমূহ
পূর্বসূরী
ইলদা দে দুয়ালদে
আর্জেন্টিনার ফার্স্ট লেডি
২০০৩-২০০৭
উত্তরসূরী
নেস্তর কির্চনার
আর্জেন্টিনার ফার্স্ট জেন্টলম্যান

টেমপ্লেট:Argentine government