কোত্তায়ান কাতানকোত বেণুগোপাল
কে. কে. বেণুগোপাল | |
---|---|
১৩তম ভারতের অ্যাটর্নি জেনারেল | |
কাজের মেয়াদ ১ জুলাই ২০১৭ – ৩০ সেপ্টেম্বর ২০২২ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
পূর্বসূরী | মুকুল রোহাতগি |
উত্তরসূরী | আর. ভেঙ্কটরামানি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কোত্তায়ান কাতানকোত বেণুগোপাল ৬ সেপ্টেম্বর ১৯৩১ কানহানগড়, দক্ষিণ কানাড়া, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান কাসারগড়, কেরল, ভারত) |
জাতীয়তা | ভারতীয় |
প্রাক্তন শিক্ষার্থী | |
পেশা | আইনজীবী |
পুরস্কার |
|
কোত্তায়ান কাতানকোত বেণুগোপাল (জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৩১) একজন ভারতীয় সাংবিধানিক আইনজীবী এবং ভারতের সুপ্রিমকোর্টের একজন সিনিয়র আইনজীবী।[১] ১ জুলাই ২০১৭-এ তিনি ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন এবং ৩০ সেপ্টেম্বর ২০২২-এ অবসর গ্রহণ করেন।[২][৩] তিনি সার্কল (সার্কের একটি আঞ্চলিক শীর্ষ সংস্থা) এর পৃষ্ঠপোষক এবং এর আগে এর সভাপতি ছিলেন।[৪] তিনি নালসার আইন বিশ্ববিদ্যালয়ে এম কে নাম্বিয়ার সার্কল সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজের প্রতিষ্ঠাতা।[৫]
প্রারম্ভিক এবং ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বেণুগোপাল ব্রিটিশ ভারতের (বর্তমান ভারতের কেরল রাজ্য) মাদ্রাজ প্রেসিডেন্সির দক্ষিণ কানারা জেলার একটি শহর কানহনগাদে এম কে নাম্বিয়ার এবং কল্যাণী নাম্বিয়ারের একটি নাম্বিয়ার পরিবারে জন্মগ্রহণ করেন এবং ম্যাঙ্গালোরে বেড়ে ওঠেন।[তথ্যসূত্র প্রয়োজন]
বেণুগোপাল চেন্নাইয়ের নামকরা মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে পদার্থবিদ্যায় বিএসসি এবং বেলগাঁয়ের রাজা লাখমগৌদা ল কলেজ থেকে আইন করেন। তিনি সেন্ট অ্যালোসিয়াস কলেজ, ম্যাঙ্গালুরুতেও পড়াশোনা করেছিলেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]বেনুগোপাল ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইউনিয়ন ইন্টারন্যাশনাল ডেস অ্যাভোক্যাটস (ইউআইএ - ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লয়ার্স) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বেনুগোপাল অনেক হাই-প্রোফাইল মামলায় হাজির হয়েছেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তিনি ভুটানের সংবিধানের খসড়া তৈরির জন্য সাংবিধানিক উপদেষ্টা হিসাবে কাজ করার জন্য ভুটানের রাজকীয় সরকার কর্তৃক নিযুক্ত হন।[৭][৮] ৩০ জুন ২০১৭-এ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। ৮৮ বছর বয়সী মুকুল রোহাতগির স্থলাভিষিক্ত হন যিনি প্রথম মেয়াদের পরে পদত্যাগ করেছিলেন। বেনুগোপাল মোরারজি দেশাইয়ের সরকারে অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদে ছিলেন। গত ৫০ বছরে তিনি বিভিন্ন মামলায় হাজির হয়েছেন। হাইপ্রোফাইল ২জি স্পেকট্রাম মামলায় সুপ্রিমকোর্টকে সহায়তা করার জন্য বেণুগোপালকে অ্যামিকাসকিউরিয়া হিসাবে নিয়োগ করা হয়েছিল।
বাবরি মসজিদ ধ্বংস মামলায় তিনি বিজেপি নেতা এলকে আদভানির পক্ষেও হাজির হয়েছিলেন।[৯]
সম্মাননা
[সম্পাদনা]২০১৫ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। ২০০২ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।[১০]
বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে মতামত
[সম্পাদনা]বেনুগোপাল ভারতের বিচারিক সংস্কারের অন্যতম প্রধান উকিল।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ভারতের সুপ্রিমকোর্টের আঞ্চলিক বেঞ্চ গঠনের বিরুদ্ধে। পরিবর্তে তিনি সুপারিশ করেন যে দেশের চারটি অঞ্চলে আপিল আদালত স্থাপন করা হোক, যারা শেষ পর্যন্ত হাইকোর্টের রায়গুলি থেকে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয় জাতীয় গুরুত্বের মামলাগুলি ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে যা সমগ্র দেশকে প্রভাবিত করে, রাজ্যগুলির মধ্যে বা রাজ্যগুলির মধ্যে বিরোধ এবং কেন্দ্র, রাষ্ট্রপতির রেফারেন্স এবং সংবিধানের ব্যাখ্যা সম্পর্কিত আইনের উল্লেখযোগ্য প্রশ্ন। এতে সুপ্রিমকোর্টের ওপর চাপ কমবে।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Constitutional experts criticise CEC’s decision
- ↑ "I will be 90 by the time this one year will be over: KK Venugopal; Law Minister Ravi Shankar Prasad speaks on Attorney General's extension"।
- ↑ "Senior advocate R. Venkataramani is the new Attorney General of India"। The Hindu। ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "K.K. Venugopal"। জানুয়ারি ২০১৯। ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৩।
- ↑ "M K Nambyar SAARCLAW Centre for Advanced Legal Studies | NALSAR UNIVERSITY OF LAW"।
- ↑ "Meet K K Venugopal India's 15th Attorney General; all you want to know about government's chief legal advisor"। Financialexpress (ইংরেজি ভাষায়)।
- ↑ "Meet 86-yr-old KK Venugopal, who replaces Mukul Rohatgi as Attorney General"। Business Standard India। ৩০ জুন ২০১৭।
- ↑ "Aadhaar, triple talaq immediate challenges for new attorney general KK Venugopal"। ৩ জুলাই ২০১৭।
- ↑ "Babri Masjid Case: Supreme Court adjourns Babri demolition case hearing for two weeks"। The Economic Times। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।
- ↑ "Conversation with Constitutional Law Expert and Senior Advocate KK Venugopal"। Bar & Bench। ১৭ আগস্ট ২০১২। ৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২।