কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকা
![]() | |
ব্যবহার | Civil এবং state flag |
---|---|
অনুপাত | ১:২ |
গৃহীত | ৬ এপ্রিল ২০০৪ |
অঙ্কন | সবুজ পটভূমির উপর- ক্যান্টনে সোনালি বৃত্তের মাঝে একটি পাম গাছ, পতাকার কেন্দ্রে একটি সোনালি নতুন চাঁদ এবং ডানে সাউদার্ন ক্রস (crux)। |
এঁকেছেন | মোহাম্মদ ঈসা মিঙ্কম |
কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকাটি ২০০৩ সালে নকশা করা হয় এবং ২০০৪ সালের ৬ এপ্রিল তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।[১]
নকশা[সম্পাদনা]
পতাকাটির পটভূমি সবুজ। এর উপর সোনালি বৃত্তে একটি পাম গাছ, একটি নতুন চাঁদ এবং সাউদার্ন ক্রসের পাঁচটি তারা রয়েছে।
পতাকায় ব্যবহৃত সবুজ ও সোনালি অস্ট্রেলিয়ার জাতীয় রং। নতুন চাঁদ ইসলামের প্রতীক, যা দীপপুঞ্জটির অধিকাংশ মানুষের ধর্ম। আর সাউদার্ন ক্রস অস্ট্রেলিয়া এবং দক্ষিণ গোলার্ধের প্রতীক।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Cahoon, Ben (২০১৭)। "কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ"। ওয়ার্ল্ড স্টেটসম্যান। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ"। ফ্ল্যাগ স্পট। ২০১৫। Archived from the original on ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকা"। Ausflag। ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।