নেপালের জাতীয় পতাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপাল
Flag of Nepal.svg
ব্যবহার জাতীয় পতাকা
গৃহীত ১৬ ডিসেম্বর ১৯৬২
অঙ্কন দুটি রক্তিম ক্ষুদ্র পতাকার সমন্বয়ের গঠিত, যার প্রান্তের রঙ নীল। পতাকার উপরে চন্দ্র ও নিচে সূর্যের প্রতীক রয়েছে।
Pre-1962 Flag of Nepal (with spacing, aspect ratio 4-3).svg
নেপালের পতাকার রূপভেদ
ব্যবহার ১৯৬২-র আগে নেপালের পুরাতন পতাকা IFIS Historical.svg
FIAV 111000.svg Flag ratio: 4:3

নেপালের জাতীয় পতাকা (নেপালি: नेपालको झण्डा) বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতির জাতীয় পতাকা। পতাকাটি দুটি একক ক্ষুদ্র পতাকার একটি সরলীকৃত সংমিশ্রণ, যা একটি দ্বৈত ক্ষুদ্র পকাকা হিসাবে পরিচিত। এটি পৃথিবীর একমাত্র অ-আয়তকার পতাকা। এর রক্তিম বর্ণ সাহসিকতা ও নেপালের জাতীয় ফুল রডোডেনড্রন ফুলের প্রতীক। নীল প্রান্ত শান্তির প্রতীক। ১৯৬২ সাল পর্যন্ত, পতাকার অর্ধ চন্দ্র ও সূর্য়্যের প্রতীকে মানুষের মুখ আংকিত থাকত। পরবর্তিতে পতাকা আধুনিকায়ন করতে তা বাদ দেয়া হয়।

আরও দেখুন[সম্পাদনা]