কৃতি খরবন্দা
কৃতি খরবন্দা | |
---|---|
হিন্দি: कृति खरबंदा | |
![]() ২০১৮ সালে খরবন্দা | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | কিট্টু |
নাগরিকত্ব | ভারতীয় |
শিক্ষা | স্নাতক (বাণিজ্য) |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯ – বর্তমান |
পিতা-মাতা |
|
কৃতি খরবন্দা (হিন্দি: कृति खरबंदा) (জন্মঃ অক্টোবর ২৯, ১৯৮৮)[১] একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তেলুগু চলচ্চিত্র বোনি (২০০৯)-এর মাধ্যমে অভিনয় জগতে কৃতির অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। সম্প্রতি তিনি তামিল এবং হিন্দি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।
প্রাথমিক জীবন[সম্পাদনা]
কৃতি খরবন্দা ১৯৮৮ সালের ২৯ অক্টোবর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি তেলুগু চলচ্চিত্র বোনির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও নতুন আত্মপ্রকাশকারী হিসেবে তিনি বক্স অফিসে ব্যর্থ হন। পরবর্তীতে সহ-শিল্পী হিসেবে অভিনয় করেন পবন কল্যাণের সঙ্গে থীনমার চলচ্চিত্রে যার গড় আয় বেশি ছিল না।[২] তিনি সফল তেলুগু আলা মোদালাইন্দি চলচ্চিত্রে অতিথি ভূমিকা পালন করেন এবং সহ-শিল্পী হিসেবে মনোজ মাঞ্চুর সাথে অভিনয় করেন মি. নুকায়্যা চলচ্চিত্রে।
চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০০৯ | বোনি | প্রগতি | তেলুগু | |
২০১০ | চিরু | মধু | কন্নড় | |
২০১১ | অলা মোদালিন্দি | সিমরন | তেলুগু | অতিথি উপস্থিতি |
২০১১ | থীনমার | ভাসুমতি | তেলুগু | |
২০১২ | মি. নোকায়া | অনুরাধা | তেলুগু | |
২০১২ | প্রেম আড্ডা | গিরিজা | কন্নড় | |
২০১৩ | গালাটে | অঙ্কিতা | কন্নড় | |
২০১৩ | অঙ্গল গিথা | সন্ধ্যা | তেলুগু | |
২০১৩ | ওম থ্রিডি | অঞ্জলি | তেলুগু | |
২০১৩ | গুগলি | স্বাতী | কন্নড় | |
২০১৪ | সাক্কাতাগাভন | ক্রুতি | কন্নড় | চিত্রগ্রহণ |
২০১৪ | মিনচাগি নেনু বারালু | কন্নড় | চিত্রগ্রহণ | |
২০১৪ | সুপেরো রঙ্গ | কন্নড় | চিত্রগ্রহণ | |
২০১৪ | তিরুপতি এক্সপ্রেস | প্রার্থনা | কন্নড় | |
২০১৪ | সুপার রাঙা | স্বাতী | কন্নড় | |
২০১৪ | বেলি | স্নেহা | কন্নড় | |
২০১৫ | ব্রুস লী : দ্য ফাইটার | কাবেয়া | তেলুগু | |
২০১৫ | মিঁচগি নী বাড়ালু | প্রিয়াঙ্কা | কন্নড় | |
২০১৬ | রাজ: রিবুট | শায়না | হিন্দি | বলিউডে অভিষেক |
২০১৭ | শাদিমে জরুর আনা | আরতি শুকলা | হিন্দি | |
২০১৯ | হাউজফুল ৪ | মিনা/নেহা | হিন্দি |
পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]
সুপার রাঙ্গায় তার অভিনয় তাকে চতুর্থ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সমালোচক সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়[৩][৪]।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Kriti Kharbanda's birthday confusion"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪।
- ↑ "Kriti causing major chaos!!! - Telugu Movie News"। Indiaglitz.com। ২০০৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৭।
- ↑ "Kannada award winners at SIIMA - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
- ↑ "Filmfare South Kannada nominations 2014 - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
বহি:সংযোগ[সম্পাদনা]
