কুলিয়ারচর সরকারি কলেজ
প্রাক্তন নাম | কুলিয়ারচর কলেজ |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ০১ জানুয়ারী ১৯৭৩ খ্রি: |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) |
অধ্যক্ষের মোবাইল নম্বর | ০১৭১১-৯৫৭৯১৯ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৪ জন। |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ০১ জন। |
শিক্ষার্থী | ১৭৫০ জন। |
স্নাতক | বিএ, বিএসএস, বিবিএস |
ঠিকানা | কুলিয়ারচর পৌরসভা , কুলিয়ারচর-২৩৪০ , কিশোরগঞ্জ , ২৪°০৮′৪৮″ উত্তর ৯০°৫৫′২৭″ পূর্ব / ২৪.১৪৬৮০১° উত্তর ৯০.৯২৪২৩০° পূর্ব |
শিক্ষাঙ্গন | পৌর এলাকা, ৫.০১ একর (২.০৩ হেক্টর) |
ভাষা | বাংলা |
ইআইআইএন (EIIN) | ১১০৫১২ |
প্রতিষ্ঠানের মোবাইল নম্বর | ০১৩০৯-১১০৫১২ |
পোশাকের রঙ | সাদা ও কালো |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল |
ওয়েবসাইট | www |
কুলিয়ারচর সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় অবস্থিত একটি কলেজ।[১]
ইতিহাস
[সম্পাদনা]কুলিয়ারচর সরকারি কলেজটি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় তৎকালীন স্থানীয় কিছু ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৭৩ সালে “কুলিয়ারচর কলেজ” নামে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৮৩ সালে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভূক্ত করা হয়। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটিকে জাতীয়করণ করে "কুলিয়ারচর সরকারি কলেজ" নামে নামকরণ করা হয়। এই কলেজটি কুলিয়ারচর উপজেলা সদরে কুলিয়ারচর পৌরসভার পশ্চিম পাশে অবস্থিত।
শিক্ষকবৃন্দ
[সম্পাদনা]১. রফিকুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
২. মেহেদী হাসান, প্রভাষক (বাংলা)
৩. মোহাম্মদ লিচু মিয়া, প্রভাষক (ইংরেজী)
৪. কিবরিয়া ভূইয়া, প্রভাষক (আইসিটি)
৫. মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক (অর্থনীতি)
৬. মোঃ মাসুদ রানা, প্রভাষক (অর্থনীতি)
৭. শামীমা জাহান সীমা, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)
৮. ইসমাইল আহমেদ, প্রভাষক (সমাজকর্ম)
৯. আবু বকর ছিদ্দিক, সহকারী অধ্যাপক (দর্শন)
১০. মোঃ রফিকুল বাহার, প্রভাষক (দর্শন)
১১. মোঃ জাহিদুল ইসলাম, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
১২. নূরজাহান বেগম, প্রভাষক (মনোবিজ্ঞান)
১৩. শহীদুল ইসলাম, প্রভাষক (হিসাববিজ্ঞান)
১৪. মুহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক (হিসাববিজ্ঞান)
১৫. মোঃ হায়দার আলী খান, প্রভাষক (ব্যবস্থাপনা)
১৬. মোঃ আবু হানিফ, প্রভাষক (ব্যবস্থাপনা)
১৭. মুহাম্মাদ আবুল কাসেম, প্রভাষক (মার্কেটিং)
১৮. তামজিদ মিয়া, প্রভাষক (মার্কেটিং)
১৯. খাদিজা বেগম, প্রভাষক (উদ্ভিদবিদ্যা)
২০. হাবিবা আখতার, প্রভাষক (গণিত)
২১. মোঃ রোকন, শরীরচর্চা শিক্ষক
অশিক্ষক ও কর্মচারীবৃন্দ
[সম্পাদনা]১. মোঃ আল ইসলাম, গ্রন্থাগারিক
২. নাসরিন খানম, সহকারী গ্রন্থাগারিক
৩. অলমারজান আক্তার খানম, প্রদর্শক (আইসিটি)
৪. মোঃ নূরুল আলম, অফিস সহকারী
৫. মোঃ আবুল কালাম, অফিস সহায়ক
৬. মোঃ ফজলু মিয়া, অফিস সহায়ক
৭. মোঃ ছারোয়ার, অফিস সহায়ক
৮. অমৃত চন্দ্র বর্মণ, অফিস সহায়ক
৯. মোঃ মিল্লাত মিয়া, অফিস সহায়ক
১০. মোঃ ইয়াছিন মিয়া, অফিস সহায়ক
১১. মোঃ এনামূল হক, অফিস সহায়ক
১২. মাহমুদুল হাসান বিল্লাল, অফিস সহায়ক
১৩. মোঃ আনোয়ার মিয়া, নিরাপত্তা প্রহরী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sohel (২০২৩-০২-০১)। "কুলিয়ারচর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন"। BhorerBarta24.Com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৩।