কুম্ভ (তারামণ্ডল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কুম্ভ (তারকামণ্ডল) থেকে পুনর্নির্দেশিত)
Aquarius
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপAqr
জেনিটিভঅ্যাকুয়ারি
উচ্চারণ/əˈkwɛəriəs/, genitive /əˈkwɛəriaɪ/
বিষুবাংশ২৩ ঘণ্টা
বিষুবলম্ব−১৫°
চতুর্থাংশSQ4
আয়তন৯৮০ বর্গডিগ্রি (১০ম)
প্রধান তারা১০, ২২
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৯৭
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাবিটা অ্যাকুয়ারি (Sadalsuud) (২.৯০m)
নিকটতম তারাEZ Aqr
(১১.২৭ ly, ৩.৪৫ pc)
মেসিয়ার বস্তু

meteorshowers =

সীমান্তবর্তী তারামণ্ডল
+৬৫° ও −৯০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
অক্টোবর মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

জ্যোতিষ শাস্ত্রের আলোকে কুম্ভ রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: কুম্ভরাশি (জ্যোতিষশাস্ত্র)

কৃম্ভ তারামণ্ডল (ইংরেজি: Aquarius) মকর তারামণ্ডলের পূর্বে অবস্থিত। পক্ষীরাজ বর্গ এবং দক্ষিণ মীন মণ্ডলের ফোমালহট তারার মাঝে তিনটি তারা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ আঁকা যায় যা হল কলসের মুখ। দক্ষিণের তারাগুলোর পূর্বের বাঁকানো সারিটিকে পানির ধারা কল্পনা করা হয়, অর্থাৎ কলসের মুখ থেকে পানি গড়িয়ে নিচে পড়ছে। পানির এ ধারাটি নিচে দক্ষিণ মীনের মাছের মুখে পড়তে দেখা যায়।

তারা[সম্পাদনা]

ধৃতরাষ্ট্র (Sadalmelik), গান্ধারী (Sadalsuud), বিদুর(Sadachbia), দুর্যোধন (λ Aquarii) প্রভৃতি কুম্ভরাশির উল্লেখযোগ্য তারা। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তারা পরিচিতি, মোহাম্মদ আবদুল জব্বার

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]