কিন্দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দু পুরাণে উল্লিখিত মানবসদৃশ প্রাণীর একটি জাতি হল কিন্দেব। বলা হয় তাদের চেহারা মানুষের মতো, তবে দেব-সদৃশ গুণও রয়েছে, তাই কিন্দেব শব্দটি।

কিন্দেবরা দেখতে মানুষ কিন্তু তাদের ঘুমের প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন নেই, তাদের শরীরে গন্ধ নেই, ঘাম নেই, ক্লান্তি নেই। এই প্রাণীদের একটিকে দেখে কেউ জিজ্ঞাসা করতে পারে "এ কি দেবতা?", কিন্তু তারা আসলে অন্য জগতে বা লোকে বিদ্যমান মানুষের একটি জাতি।

আরও দেখুন[সম্পাদনা]