কামাল উদ্দিন আহমেদ (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামাল উদ্দিন আহমেদ
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ ডিসেম্বর ২০২২
পূর্বসূরীনাছিমা বেগম
সচিব, জননিরাপত্তা বিভাগ
কাজের মেয়াদ
১৪ ফেব্রুয়ারি ২০১৭ – ২৭ আগস্ট ২০১৭[১]
পূর্বসূরীমোজাম্মেল হক খান
উত্তরসূরীমোস্তাফা কামাল উদ্দীন
সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯ জানুয়ারি ২০১৫ – ২২ ডিসেম্বর ২০১৬[২]
পূর্বসূরীশফিকুর রহমান পাটোয়ারী
উত্তরসূরীইসতিয়াক আহমদ
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সাবেক কর্মকর্তা যিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। চেয়ারম্যান পদে নিয়োগ লাভের আগে তিনি মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]

শিক্ষাজীবন[সম্পাদনা]

কামাল ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[৫]

কর্মজীবন[সম্পাদনা]

কামাল উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন।[৬] তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান হিসেবেও তিনি ভূমিকা পালন করেছেন। এছাড়া বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনাও করেছেন।[৫][৭]

কামাল উদ্দিন আহমেদ ২০১৯ খ্রিষ্টাব্দে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সার্বক্ষণিক সদস্য এবং ২০২২ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির পদমর্যাদায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাবেক সচিববৃন্দ"জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  2. "পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবগণের নাম ও কার্যকাল"পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  3. "নতুন স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ"বাংলা ট্রিবিউন। ৮ ডিসেম্বর ২০১৬। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  4. "জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন"সমকাল। ৮ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  5. "চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন"জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  6. "কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র সচিব নিযুক্ত"দৈনিক জনকণ্ঠ। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  7. "মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন কামাল উদ্দিন"বাংলাদেশ নিউজ এজেন্সি। ৯ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  8. "মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ ডিসেম্বর ২০২২। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২