কাঁচেরকোল ইউনিয়ন
কাঁচেরকোল ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
কাঁচেরকোল ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
উপজেলা | শৈলকুপা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কাঁচেরকোল ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১][২][৩] এটি (১৪.৭০)বর্গ কিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১২৭১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৪ টি ও মৌজার সংখ্যা ৫ টি।হাট/বাজার সংখ্যা -৪ টি।[৪] ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান হলেন এ্যড.সালাউদ্দিন জোয়ার্দ্দার।
গ্রামসমুহ[সম্পাদনা]
ইউনিয়নটিতে ১৪টি গ্রাম রয়েছে।সেগুলো হল-
১.কাঁচেরকোল
২.উত্তর কচুয়া
৩.খন্দকবাড়িয়া
৪.মির্জাপুর
৫.বোয়ালিয়া
৬.জাংগালিয়া
৭.বালিয়াঘাট
৮.বৃত্তিদেবী রাজনগর
৯.ধর্মপাড়া
১০.ধুলিয়াপাড়া
১১.মধুদহ
১২.রতিডাংগা
১৩.ছাদেকপুর এবং
১৪.হামদামপুর
শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]
ইউনিয়নটিতে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসা আছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কাঁচেরকোল ইউনিয়ন"। kacarkolup.jhenaidah.gov.bd। ২০২১-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "শৈলকুপা উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।