এ আর ইউসুফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যারিস্টার
এ আর ইউসুফ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জানুয়ারি ১৯৮৫ – ১১ অক্টোবর ১৯৮৫
পূর্বসূরীএ কে এম মাইদুল ইসলাম
উত্তরসূরীশফিকুল গনি স্বপন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জানুয়ারি ১৯৮৫ – ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫
পূর্বসূরীআতাউর রহমান খান
উত্তরসূরীএ কে এম নূরুল ইসলাম
বাংলাদেশের তথ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জানুয়ারি ১৯৮৫ – ৪ জুলাই ১৯৮৫
পূর্বসূরীএম শামসুল হক
উত্তরসূরীশাহ মোয়াজ্জেম হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩২-০১-০১)১ জানুয়ারি ১৯৩২
মৃত্যু১১ জানুয়ারি ২০০২(2002-01-11) (বয়স ৭০)
রাজনৈতিক দলজাতীয় পার্টি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়,
জগন্নাথ কলেজ

এ আর ইউসুফ (১ জানুয়ারি ১৯৩২ — ১১ জানুয়ারি ২০০২) বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। এরশাদের মন্ত্রিসভায় তিনি কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২][৩][৪]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

এ আর ইউসুফ ১ জানুয়া ১৯৩২ সালে ভারতের দিল্লীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কে.আর খাদেম বৃটিশ ভারতের এসডিও ছিলেন।

১৯৪৮ সালে এসএসসি ও ১৯৫০ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ কলেজ থেকে বিএ পাশ করে এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ১৯৬৫ সালে ইংল্যান্ড থেকে "ব্যারিস্টার এ্যাট ল" ডিগ্রী লাভ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

এ আর ইউসুফ ছাত্রজীবনে এ.টি.এম তাহা ও ফরমানুল্লাহ খান সহ ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট (এন.এস.এফ) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গভর্নর মোনায়েম খান ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট (এনএসএফ) নিয়ন্ত্রণ নিয়ে তাকে দল থেকে বাদ করে দেন।

তিনি ১৯ জানুয়ারি ১৯৮৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন।[২] তিনি ১৯ জানুয়ারি ১৯৮৫ থেকে ১১ অক্টোবর ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন।[১]

বাংলাদেশের তথ্যমন্ত্রী হিসেবেও তিনি ১৯ জানুয়ারি ১৯৮৫ থেকে ৪ জুলাই ১৯৮৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[৪]

তিনি অর্থের অভাবে মন্ত্রীত্বের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। Archived from the original on ১৩ মে ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "মাননীয় মন্ত্রী/উপদেষ্টাগণের নাম ও মেয়াদকাল"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। Archived from the original on ৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১ 
  3. Rahman, Syedur (২০১০-০৪-২৭)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। আইএসবিএন 978-0-8108-7453-4 
  4. খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১ 
পূর্বসূরী:
আতাউর রহমান খান
বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
১৯ জানুয়ারি ১৯৮৫ – ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫
উত্তরসূরী:
এ কে এম নূরুল ইসলাম