এস. এম. গোলাম ফারুক
এস. এম. গোলাম ফারুক | |
---|---|
সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ সেপ্টেম্বর ২০১৯ | |
নিয়োগদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
সিনিয়র সচিব স্থানীয় সরকার বিভাগ | |
কাজের মেয়াদ ১৩ নভেম্বর ২০১৮ – ২৯ মে ২০১৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | ড. জাফর আহমেদ খান |
উত্তরসূরী | হেলালুদ্দীন আহমদ |
সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১৯ সেপ্টেম্বর ২০১৮ – ১৩ নভেম্বর ২০১৮ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
উত্তরসূরী | মহিবুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শরীয়তপুর, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) | ১ জুন ১৯৬০
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
সন্তান | দুই পুত্র |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারী কর্মকর্তা |
এস. এম. গোলাম ফারুক একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একজন সদস্য হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।[১] এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]এস.এম. গোলাম ফারুক ১ জুন ১৯৬০ সালের শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ হতে ১৯৮১ বিএসএস ও ১৯৮২ সালে এমএসএস ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ব্রাডফোর্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউট, চীনের ন্যাশনাল স্কুল অব এ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন।।[১]
কর্মজীবন
[সম্পাদনা]গোলাম ফারুক বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে ১৯৮৩ সালে যোগদান করেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব হিসেবে তিনি শিল্প ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।[১][৩]
ফারুক প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকসহ সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
তিনি ১৯ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১২ নভেম্বর ২০১৮ সাল পর্যন্ত ১৯ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১২ নভেম্বর ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][৪]
এর পূর্বে তিনি ১৬ এপ্রিল ২০১৮ থেকে ১৯ নভেম্বর ২০১৮ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি তদপূর্বে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সরকারের সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৫]
তিনি ১৫ সেপ্টেম্বর ২০১৯ সাল থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ "সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ জানুয়ারি ২০১৯। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানু ২০২০।
- ↑ "এস এম গোলাম ফারুক-বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব"। priyo.com। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ রিপোর্টার, স্টাফ। "১২ অতিরিক্ত সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।
- ↑ "পিএসসি'র সদস্য হিসেবে শপথ নিলেন গোলাম ফারুক"। চ্যানেল আই অনলাইন। ১৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন গোলাম ফারুক"। জাগো নিউজ। ১৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "পিএসসি সদস্য হিসেবে শপথ নিলেন এস এম গোলাম ফারুক | রাজধানী"। ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।
- ↑ BanglaNews24.com। "শপথ নিলেন পিএসসির নতুন সদস্য গোলাম ফারুক"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।