এরিচ ভন চ্যারম্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এরিচ ভন চ্যারম্যাক
জন্ম১৫ নভেম্বর ১৮৭১
ভিয়েনা, অস্ট্রিয়া
মৃত্যু১১ সেপ্টেম্বর ১৯৬২(1962-09-11) (বয়স ৯০)
ভিয়েনা, অস্ট্রিয়া
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকৃষিতত্ত্ব

এরিচ সেরম্যাক বা চ্যারম্যাক, এডলার ভন সেসেনেগ (১৫ নভেম্বর ১৮৭১ – ১১ অক্টোবর ১৯৬২) ছিলেন একজন অস্ট্রিয়ান কৃষিবিদ, যিনি মেন্ডেলের বাগানের মটর গাছ নিয়ে স্বাধীনভাবে জেনেটিক্স পরীক্ষা-নিরীক্ষার ক্লাসিক গবেষণাপত্রের সহ-পুনঃআবিষ্কারকারীদের একজনও ছিলেন। এছাড়াও তিনি গম এবং জইয়ের হাইব্রিড সহ বেশ কয়েকটি নতুন রোগ-প্রতিরোধী ফসল তৈরি করেছিলেন। তিনি মোরাভিয়া-তে জন্মগ্রহণকারী খনিজবিদ গুস্তাভ ৎসেরমাক ভন সেসেনেগের পুত্র ছিলেন। তাঁর মাতামহ ছিলেন বিখ্যাত উদ্ভিদবিজ্ঞানী, এডুয়ার্ড ফেনজল, যিনি ভিয়েনায় তাঁর ছাত্রাবস্থায় গ্রেগর মেন্ডেল উদ্ভিদবিদ্যা শিখিয়েছিলেন।

তিনি ১৮৯৬ সালে জার্মানির হ্যালে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পান। চ্যারম্যাক ১৯০১ সালে ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস ভিয়েনাতে শিক্ষকতার পদ গ্রহণ করেন এবং পাঁচ বছর পরে ১৯০০ সালে সেখানে অধ্যাপক হন। চ্যারম্যাক ১৯০০ সালে তার ফলাফল প্রকাশ করেন। জেনেটিক্সে তার কাজগুলি মূলত তার ভাই আরমিন ভন কোরেন্স দ্বারা প্রভাবিত হয়েছিল।[১]

সজ্জা ও পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]