একবার বিদায় দে মা ঘুরে আসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"একবার বিদায় দে মা ঘুরে আসি"
বিভিন্ন শিল্পী কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
ধারাদেশাত্মবোধক
গান লেখকপীতাম্বর দাস

একবার বিদায় দে মা ঘুরে আসি একটি বাংলা দেশাত্মবোধক গান। গানটি রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস,[১][২] এটি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে রচিত।[৩][৪][৫] এই বাংলা দেশাত্মবোধক গানটি রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস ।"

ভারতে ক্ষুদিরাম বসু বিশেষ সম্মানের সঙ্গে স্মরিত হন স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য। তাই এই গানটি আজও এখানে জনপ্রিয়। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষচন্দ্র চলচ্চিত্রে এই গানটি প্রয়োগ করা হয়েছিল। সেখানে গানটির নেপথ্য শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর

প্রেক্ষাপট[সম্পাদনা]

ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম বাঙালি বিপ্লবী যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। ক্ষুদিরাম ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন। ১৯০৮ সালের ১১ অগস্ট তার ফাঁসির নির্দেশ কার্যকর হয়।[৬][৭] ফাঁসির সময় তার বয়স ছিল ১৮। তার ফাঁসি উপলক্ষে তাকে বিদায় জানানোর জন্য এই গানটি রচিত হয়েছিল।[৮]

বিষয়বস্তু[সম্পাদনা]

ক্ষুদিরাম বসুর ফাঁসি উপলক্ষে প্রথম পুরুষে আখ্যানকবিতার আকারে এই দ্ব্যর্থবোধক গানটি রচিত। এটি শুনলে মনে হয় ক্ষুদিরাম একাধারে নিজের মা এবং দেশজননীর কাছে বিদায় চাইছেন।[৮]

গানের কথা[সম্পাদনা]

একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।

হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
রক্ত-মাংস এক করিতাম
দেখতো জগতবাসী

শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপচালান মা ক্ষুদিরামের ফাঁসি

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
মোদের করিস দাসী

দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।

পাদটীকা[সম্পাদনা]

  1. রফিকুল ইসলাম। "ক্ষুদিরাম বসু"। gunijan.org.bd। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৫বিপ্লবী ক্ষুদিরামের আত্মত্যাগের প্রতিচ্ছবি চেতনার আয়নায় চিত্রায়ন করে, সেটি গান হিসেবে রচনা করেছিলেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। 
  2. "বিপ্লবী ক্ষুদিরাম বসু"কালের কণ্ঠ। ১০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 
  3. Aurobindo Mazumdar (জানুয়ারি ১, ২০০৭)। Vande Mataram And Islam। Mittal Publications। পৃষ্ঠা 34–35। আইএসবিএন 978-81-8324-159-5। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১২ 
  4. West Bengal (India). Information & Cultural Affairs Dept (১৯৮৭)। India's struggle for freedom: an album। Dept. of Information & Cultural Affairs, Govt. of West Bengal। পৃষ্ঠা 71। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 
  5. Probal Dasgupta (১৯৯৩)। The otherness of English: India's auntie tongue syndrome। Newbury Park। পৃষ্ঠা ৫৯–৬০। আইএসবিএন 978-0-8039-9456-0। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 
  6. শর্মিলা বসু (২০১১)। Dead Reckoning: Memories of the 1971 Bangladesh Warকলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১৩২–১৩৩। আইএসবিএন 978-0-231-70164-8। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১৫ 
  7. জয়নাল আবেদীন (১৩ আগস্ট ২০১৪)। "একবার বিদায় দে মা ঘুরে আসি"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১৫ 
  8. Sunil Gangopadhyaya (জানুয়ারি ১, ২০০৪)। East-West। সাহিত্য একাডেমি। পৃষ্ঠা 350–। আইএসবিএন 978-81-260-1895-6। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১২