আলাপ:একবার বিদায় দে মা ঘুরে আসি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ভারত (মূল্যায়ন - মান নিম্ন, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ভারতের অংশ, যা উইকিপিডিয়ায় ভারত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী নিম্ন-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

রচয়িতা প্রসঙ্গ[সম্পাদনা]

, এই দুটি স্থানে গানটির রচয়িতা হিসেবে চারণকবি মুকুন্দ দাসের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও উইকিপিডিয়ায় মুকুন্দ দাস নিবন্ধে একই উল্লেখ। --মহীন রীয়াদ (আলাপ) ১০:৩৮, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই গানের রচয়িতা কে তা নিয়ে বিতর্ক রয়েছে। কলকাতা থেকে প্রকাশিত অধিকাংশ গীতিসংগ্রহে আমি এই গানটির রচয়িতার নামের জায়গায় "অজ্ঞাত" কথাটি দেখেছি। চারণকবি মুকুন্দ দাসের রচনাবলিতে গানটি দেখিনি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার লোকেরা দাবি করেন, এই গানটি বাঁকুড়া অঞ্চলের কোনো বাউলের রচনা। তবে কে এই গানের সঠিক রচয়িতা এই বিষয়ে ধোঁয়াশা থেকেই যায়। সেই কারণে আমি ইংরেজি উইকিপিডিয়ায় দেওয়া নাম ও সোর্সটি ব্যবহার করেছি। এক্ষেত্রে এক কাজ করা যেতে পারে। যেহেতু দুটি মত আছে, সেহেতু রচয়িতার নামের জায়গায় "পীতাম্বর দাস মতান্তরে মুকুন্দ দাস" এই ভাবে লেখা যেতে পারে। --Jonoikobangali (আলাপ) ১২:৪৬, ৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমি হালনাগাদ করে দিয়েছি। তবে ইংরেজি উইকির সোর্সটা বর্তমানে [অকার্যকর সংযোগ] হিসেবে দেখাচ্ছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৬:৩৯, ৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]