বিষয়বস্তুতে চলুন

পীতাম্বর দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পীতাম্বর দাস হলেন একজন বাঁকুড়া অধিবাসী লোকশিল্পী। তিনি বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও তাঁর সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায় না। তিনি মূলত বিপ্লবী ক্ষুধিরাম বসুকে উৎসর্গ ও সম্মাননা স্বরূপ " একবার বিদায় দে মা ঘুরে আসি " গান রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন।[][]

রচনাবলি

[সম্পাদনা]

তিনি বৈষ্ণব পদাবলী রচনার জন্য বিখ্যাত। তিনি গোপালদাস ভণিতায় অনেকগুলি পদ রচনা করেন। সুকবি পীতাম্বর পিতৃরচিত রসকল্পরল্পীর অষ্টম কলি অবলম্বনে রাসমঞ্জরী গ্ৰন্থ রচনা করেন। ‘শ্ৰীমন্নরহরিশাখা-নির্ণয়’ নামে সংস্কৃত পুস্তিকাটিও তাঁর রচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sadi, Anup (২০২২-০৪-০৮)। "একবার বিদায় দে মা ঘুরে আসি - পীতাম্বর দাসের রচিত বাংলা দেশপ্রেমের গান"ফুলকিবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ 
  2. পিতম্বর, বসু (১৭ আগস্ট ২০২৩)। "পিতম্বর বসু"https://bangla.asianetnews.com/good-news/unknown-facts-about-ak-bar-biday-de-ma-ghure-asi-song-and-its-writer-bdd-qkraxz। Archived from the original on ১৭ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ https://bangla.asianetnews.com/good-news/unknown-facts-about-ak-bar-biday-de-ma-ghure-asi-song-and-its-writer-bdd-qkraxz  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)