উত্তর কন্নড় লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর কন্নড় লোকসভা কেন্দ্র
কর্ণাটকএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১২ নং স্থানে উত্তর কন্নড়
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদঅনন্ত কুমার হেগড়ে
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যকর্ণাটক
মোট ভোটদাতা১,৪৫০,৫৯৯[১]
বিধানসভা কেন্দ্র৮টি

উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল কন্নড়। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৪৫০,৫৯৯ জন৷

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কর্ণাটকের সমগ্র উত্তর কন্নড় জেলা ও বেলগাঁও জেলার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস[সম্পাদনা]

চিকোড়ি লোকসভা কেন্দ্রে ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৫১ থেকে ১৯৫৭ সাল অবধি এটি বম্বে রাজ্য, ১৯৫৭ থেকে ১৯৭৭ অবধি এটি মহীশূর রাজ্য ও এর পরে এটি কর্ণাটক রাজ্যের কানাড়া লোকসভা কেন্দ্রের অংশীভূত হয় ও ২০০৯ সালে উত্তর কন্নড় লোকসভা কেন্দ্র গঠন হয়৷

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২২৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কর্ণাটকের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটিও বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

সিরসি বিধানসভা কেন্দ্র [৩]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ভটকল বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

কুমতা বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ইয়েল্লাপুর বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮১ নং বিধানসভা কেন্দ্র। এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

কারওয়াড় বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৭ নং বিধানসভা কেন্দ্র। এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷ এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷

হালিয়াল বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৬ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত৷

কিত্তুর বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি বেলগাঁও জেলায় অবস্থিত৷

খানাপুর বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি বেলগাঁও জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র[সম্পাদনা]