বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম ব্রান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম ব্রান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
উইলিয়াম হেনরি ব্রান
জন্ম৪ এপ্রিল, ১৮৯৯
পোর্ট এলিজাবেথ, কেপ প্রদেশ
মৃত্যু২২ সেপ্টেম্বর, ১৯৫৩
পোর্ট এলিজাবেথ, কেপ প্রদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কজেই ব্রান (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১০১)
২৩ ডিসেম্বর ১৯২২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৮ জানুয়ারি ১৯২৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
ইস্টার্ন প্রভিন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ৭১ ১০৪৫
ব্যাটিং গড় ১৪.১৯ ২২.২৩
১০০/৫০ ০/১ ০/৮
সর্বোচ্চ রান ৫০ ৯৭
বল করেছে - ১৯৫
উইকেট -
বোলিং গড় - ৩৫.২৫
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ১/১
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ২১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ মে ২০২০

উইলিয়াম হেনরি ব্রান (ইংরেজি: William Brann; জন্ম: ৪ এপ্রিল, ১৮৯৯ - মৃত্যু: ২২ সেপ্টেম্বর, ১৯৫৩) কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][]

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন উইলিয়াম ব্রান। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯২০-২১ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত উইলিয়াম ব্রানের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এ পর্যায়ে তিনি কারি কাপের খেলাগুলো ২৫.৩৭ গড়ে ৬০৯ রান তুলেছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেন ৯৭ রান।

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন উইলিয়াম ব্রান। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২৩ ডিসেম্বর, ১৯২২ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৮ জানুয়ারি, ১৯২৩ তারিখে ডারবানে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯২২-২৩ মৌসুমে ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা গমনে আসে। এ সফরে তিনি তিন টেস্টে অংশ নেন। জোহেন্সবার্গে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছিলেন। তন্মধ্যে, এইচ. ডব্লিউ. টেলরের সাথে পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রান সংগ্রহ করেন। দলের বিজয়ে এ জুটির অবদান অতুলনীয় ছিল।

২২ সেপ্টেম্বর, ১৯৫৩ তারিখে ৫৪ বছর বয়সে কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ এলাকায় উইলিয়াম ব্রানের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]