উইকিপিডিয়া আলোচনা:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা/ছাঁকুনি ১৬

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছারপোকা ম্যাগাজিন (charpoka.org) একটি নিবন্ধিত অনলাইন পত্রিকা। এখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল লেখা প্রকাশ করা হয়। ওয়েবসাইটটি স্প্যামলিস্ট থেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছি। — 103.81.207.219 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

 করা হয়নি ওয়েবসাইট অনুসারে, “এই ম্যাগাজিনের যাবতীয় লেখার বিষয়বস্তু বা মতামত লেখকের একান্ত নিজস্ব।” অধিকাংশ লেখাই মতামতমূলক ও ব্লগীয়। এটি উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস অনুসারে তথ্যসূত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৩, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এবং দয়া করে স্প্যামিং করবেন না। বর্তমানে লিংকটি স্প্যাম তালিকাতে নেই। এটি শুধুমাত্র অনির্ভরযোগ্য তালিকাতে আছে। বিভিন্ন আইপি থেকে এই ওয়েবসাইটের লিংক স্প্যামিং করার চেষ্টা করা হচ্ছে। যদি আপনি এটি করে থাকেন তাহলে দয়া করে করবেন না সেক্ষেত্রে উইকিপিডিয়ার লিংক স্প্যাম নীতিমালা অনুসারে লিংকটি স্প্যাম তালিকাতে যুক্ত হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৮, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তৈরি করতে পারছি না[সম্পাদনা]

ব্যবহারকারী:NahidSultan- প্রিয় নাহিদ ভাই, এই ছাঁকুনির জন্য আমি ইংরেজি থেকে অনুবাদ করে একটি পেজ প্রকাশ করতে পারছি না। এই তালিকায় দেওয়া কোনো ওয়েবসাইটের সাথে মিল পাইনি। তবুও আমি কীভাবে অনির্ভরযোগ্য উৎস বাতিল করব!? আর এদিকে নিবন্ধ তৈরিও করতে পারছি না!! এই ফিল্টারটি খুবই 'ইরিট্যাটিং'!! -- আদিভাই (আলাপ) ১৩:১১, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাঁকুনির সাথে অবশ্যই মিল আছে, এজন্য ছাঁকুনি সক্রিয় হয়েছে (broadnepalnewsbnn.ব্লগস্পট.কম)। ছাঁকুনিটি সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে আলোচনা করে তৈরি করা হয়েছে। এখানে যে ওয়েবসাইটগুলো আছে কোনটাই তথ্যসূত্র হিসেবে একেবারেই গ্রহণযোগ্য নয়। ছাঁকুটি তৈরি করার অন্যতম কারণ যাতে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস সম্পর্কে প্রতিদিন সতর্ক করতে না হয়। আপনি দয়া করে নির্ভরযোগ্য উৎস কী কী হতে পারে এবং কোন উৎসগুলো উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে গ্রহণ করা হয় না সে নির্দেশিকাটি পড়ুন। তাহলে আর এগুলো যুক্তও করবেন না এবং বিরক্তিকরও মনে হবে না :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৫, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:NahidSultan আমি তো পুরো নিবন্ধটি এখনও শেষ করিনি, অনির্ভরযোগ্য উৎসসহ কি ব্যবহারকারী খেলাঘর পাতাও তৈরি করতে পারব না? -- আদিভাই (আলাপ) ০২:৫৫, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

খেলাঘরে পারবেন। এই সাইটগুলো শুধু নিবন্ধ নামস্থানে কাজ করবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৬, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:NahidSultan - এমন ব্যবস্থা কি করা যায় না যে, বার্তার সাথে উৎসের নামও বলে দেবে, যার কারণে সম্পাদনা সংরক্ষণ রহিত করা হয়েছে? তাহলে ভালো হয়, অন্তত খড়ের গাদায় সূঁচ খুঁজতে হয় না! -- আদিভাই (আলাপ) ০৯:৩৬, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

লিংক কালোতালিকা করার দুইটি উপায়। একটি হলো: মিডিয়াউইকি:Spam-blacklist এবং অপরটি হলো এটি। প্রথমটিতে, যুক্ত করার মানে হলো ওখানে যুক্ত যেকোন লিংক বাংলা উইকিপিডিয়ার কোন নামস্থানেই যুক্ত করা যাবে না বা ওখানকার লিংক অন্য কোন নামস্থানে যুক্ত করার প্রয়োজন নেই। প্রথমটির মাধ্যমে কোন লিংক ধরা পড়লে সেটি নির্দিষ্ট লিংকই দেখায়। প্রথমে যখন আলোচনা হলো তখন শুধুমাত্র এটি ব্যবহারের ব্যাপারেই আলাপ হচ্ছিল। কিন্তু তাতে যে সমস্যা হয়েছে সেটা হল, ব্লগ, সামাজিক যোগাযোগ বা ফোরাম ইত্যাদি ব্যবহারকারীগণ তাদের ব্যবহারকারী পাতা, বা বিভিন্ন আলাপে ব্যবহার করেন। এটি করলে সেই কাজটি আর করা সম্ভব হবে না। এরপর এই ছাঁকুনিটি তৈরি করা হয় যে, স্প্যাম তার স্থানেই থাক। বরং অনির্ভরযোগ্য সাইটগুলো আলাদা করা হোক এমনভাবে যাতে সেগুলো শুধু নিবন্ধ নামস্থানে ব্যবহার না করা যায়। এর একটি সমস্যা হলো, এখানে লিংক নির্দিষ্ট করে দেখায় না এবং এটা এখন প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। আর এজন্য, ওখানে বানানোর সময় যে লিংক যুক্ত করা হয়েছিল তার থেকে বাড়ানো হয়নি এবং যতটা সম্ভব কম লিংক রাখার চেষ্টা করি। ৯০% ক্ষেত্রে ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস যুক্ত ডোমেইন এটার মাধ্যমে ধরা পড়ে সুতরাং খুব একটা অনুসন্ধানেরও প্রয়োজন নেই যদি ব্যবহারকারীগণ উৎসের নির্ভরযোগ্যতা সম্পর্কে একটু সতর্ক থাকেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৫, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নির্দিষ্ট কিছু কালোতালিকাতে স্থানান্তর[সম্পাদনা]

অনির্ভরযোগ্য তালিকার কোন লিংক মিলে গেলে ব্যবহারকারীকে নির্দিষ্ট কোন লিংকটি মিলেছে তা ছাঁকুনি সতর্কতায় দেখায় না যার ফলে ব্যবহারকারীকে এই তালিকাতে এসে খুঁজতে হয়। খুব বেশি লিংক এখানে রাখলে ব্যবহারকারীর সময় অপচয় একটু বেশিই হয়। বেশ অনেকদিন লগ পর্যবেক্ষণে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে জনপ্রিয় ব্লগ সাইটগুলো ব্যবহারকারীগণের সম্পাদনায় বেশি মিলে যায়। এছাড়া, জনপ্রিয়গুলোই অন্য নামস্থানে ব্যবহার হতে পারে বাকীগুলো এমনিতেও অন্য নামস্থানে ব্যবহার না হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ব্যবহারকারীদের সময় বাঁচাতে এবং লিংক সহজে খুঁজে পেতে নিচেরগুলো এখান থেকে কালোতালিকাতে স্থানান্তর করা হলো।

\bporua\.com\.bd\b
\bnokkhotro\.com\b
\bboi-mela\.com\b
\bvirtualbangladesh\.com\b
\bamarboi\.com\b
\bbanglagallery\.com\b
\bnishorga\.com\b
\bshort-biography\.com\b
\bcalcuttayellowpages\.com\b
\bebanglalibrary\.com\b
\bebanglatravel\.com\b
\bsristisukh\.com\b
\bguruchandali\.com\b
\babasar\.net\b
\bkaurab\.com\b
\bebanglamusic\.org\b
\bonline-dhaka\.com\b
\boffroadbangladesh\.com\b
\btour\.com\.bd\b
\bbissoy\.com\b
\badarbepari\.com\b
\blekhaporabd\.com\b
\bbdnovels\.org\b
\bboiwala\.com\b
\bbanglarkobita\.com\b
\bbdaffairs\.com\b
\bwebbangladesh\.com\b
\bcalcuttaweb\.com\b
\bcharpoka\.org\b
\bdoridro\.net\b
\bmusic\.com\.bd\b
\bbigganjatra\.org\b
\bmilansagar\.com\b
\broddure\.com\b
\bchoturmatrik\.com\b
\bbeshto\.com\b

~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:১২, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধে সম্পাদন করতে পারছি না[সম্পাদনা]

ভারতের পৌর রেল পরিবহন ব্যবস্থা নামক নিবন্ধে আমি সম্পাদন করতে পারছি না, কারণ "আপনার সম্পাদিত লেখায় এমন কোন লিঙ্ক পাওয়া গিয়েছে যা অনির্ভরযোগ্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই নিবন্ধ থেকে লিঙ্কটি না সরিয়ে ফেলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সম্পাদনাটি প্রকাশ করা যাবে না।" কিন্তু এই তালিকার কোনো লিঙ্কই আমি নিবন্ধ থেকে পাইনি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:৩৩, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

পেয়েছি একটা লিঙ্ক এবং আমি সেটা মুছে নিবন্ধটি সম্পাদিত করলাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:৪১, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]