উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা/ছাঁকুনি ১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়াতে বেশি ব্যবহার হয় এমন সব ব্লগ, ফোরাম বা অন্যান্য সাইট যেগুলো উইকিপিডিয়ার নিবন্ধে তথ্যসূত্র হিসেবে গ্রহণযোগ্য নয় সেগুলোর একটি তালিকা রয়েছে যা বিশেষ:অপব্যবহার_ছাঁকনি/16 কর্তৃক ব্যবহৃত হচ্ছে। স্প্যাম কালোতালিকা এবং এই তালিকার মধ্যে পার্থক্য হলো, এই তালিকার লিংকগুলো নিবন্ধ নামস্থানে বা নিবন্ধ তৈরির সময় তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না কিন্তু অন্যান্য নামস্থান যেমন, নিজের ব্যবহারকারী পাতা বা আলাপ পাতায় ব্যবহার করা যাবে। অন্যথায় স্প্যাম কালোতালিকার লিংকগুলো বাংলা উইকিপিডিয়ার কোন স্থানেই ব্যবহার করা যাবে না। টীকা: মিডিয়াউইকি:Spam-blacklist পাতায় ব্যবহৃত তালিকা মিডিয়াউইকি আলোচনা:Spam-blacklist/লগ পাতায় রয়েছে।

আপনি যদি কোন লিংকসহ কোন সম্পাদনা সংরক্ষণ করতে গিয়ে সতর্কতা পেয়ে এখানে এসে থাকেন, সেক্ষেত্রে নিচের লিংকগুলোর কোন একটি আপনার সম্পাদনাকে বাধা দিচ্ছে। নিচের লিংকগুলোর মধ্যে যে লিংকটি আপনার সম্পাদনায় বাধা দিচ্ছে আপনার লেখা থেকে দয়া করে তা সরিয়ে ফেলুন

অনির্ভরযোগ্য উৎস তালিকা

*.blogspot.com
*.blogspot.in
*.wordpress.com
*.weebly.com
*.quora.com
* somewhereinblog.net
* sachalayatan.com
* techtunes.com.bd
* forum.projanmo.com
* mukto-mona.com
* blog.mukto-mona.com
* roar.media
* drive.google.com