উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/SyfurBOT

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

SyfurBOT[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: SyfurBOT
  • পরিচালক: Syfur007
  • কাজ: পাতা হালনাগাদ ও আমদানি
  • প্রোগ্রামিং ভাষা: python (pywikibot)
  • সম্পাদনার মোড: অর্ধস্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ৬টি (প্রতি মিনিটে)
  • বিস্তারিত: উইকিতে সম্পাদনার সময় প্রায়ই পুনরাবৃত্তিমূলক কিছু কাজ সামনে পরে যা বটের মাধ্যমে স্ক্রিপ্ট ব্যবহার করে সম্পাদনা করলে সময়ের সাশ্রয় হয়। টেস্ট উইকিতে কয়েকটি স্ক্রিপ্ট ইতোমধ্যে পরীক্ষা করেছি এবং সেগুলোর মাধ্যমে বাংলা উইকিতে সম্পাদনা করতে চাচ্ছি।

সাইফুর  (আলাপ) ০৭:২৭, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

  •  মন্তব্য @Syfur007: আপনি বট দিয়ে ঠিক কি কাজ করতে চান তার বিস্তারিত ব্যাখা করাটা বট অনুমোদনের অনুরোধে প্রয়োজনীয় —শাকিল হোসেন আলাপ ০৭:৩৬, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil: নিবন্ধে পুনর্নির্দেশকৃত ইংরেজি নামের টেমপ্লেট প্রতিস্থাপন করে বাংলা বা বর্তমান নামের টেমপ্লেট ব্যবহার, উইকিউপাত্ত থেকে রাষ্ট্র/শহর ইত্যাদি সম্পর্কিত নিবন্ধের তথ্যছকের উপাত্ত হালনাগাদ, সমজাতীয় টেমপ্লেটের নথি তৈরি ও হালনাগাদ, কোনো টেমপ্লেট কাজ করার জন্য অপরিহার্য উপপাতা তৈরি/আমদানি, বিষয়শ্রেণী স্থানান্তর করা হলে উক্ত বিষয়শ্রেণীর পাতাসমুহকে নতুন বিষয়শ্রেণীতে স্থানান্তর, বছর অনুযায়ী বিষয়শ্রেণীসমূহ তৈরিসহ (যেমন: ২০২১-এর কাজ) আরও অন্যান্য কাজের জন্য বট ব্যবহার করতে চাচ্ছি। - সাইফুর  (আলাপ) ০৮:০৪, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Syfur007: বট দিয়ে টেমপ্লেট/উপটেমপ্লেট/নথিপত্র আমদানির পক্ষে নই। সমস্যা ১. বট যদি শত শত টেমপ্লেট আমদানি করে ফেলে রাখে তবে এগুলি বাংলা করবে কে? সমস্যা ২. টেমপ্লেট নথিপত্র বাংলায় থাকা উচিত, যদি ১-২ জন বাদে অনেকেই তা করেন না। তাই বলে বট দ্বারা সমস্যা ১ নংয়ের মত আমদানির পক্ষে নই কেননা শত শত নথি বাংলা করবে কে? বিষয়শ্রেণী নামান্তরের পর এক বিষয়শ্রেণী থেকে আরেক বিষয়শ্রেণীতে নিবন্ধ নেওয়ার কাজ নকীব বট করছে।
    করা যেতে পারে ১. "বছর অনুযায়ী বিষয়শ্রেণীসমূহ তৈরি"। করা যেতে পারে ২. "নিবন্ধে পুনর্নির্দেশকৃত ইংরেজি নামের টেমপ্লেট প্রতিস্থাপন করে বাংলা বা বর্তমান নামের টেমপ্লেট ব্যবহার"। তবে কেবল এটার জন্য বট চালানো উচিত হবে না। নিবন্ধের অন্য সম্পাদনার সময় বট এই কাজটি করলে ঠিক আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামান ভাই, আমি মূলত নথি আমদানি দ্বারা মূলত এমন কিছু টেমপ্লেটের নথি তৈরির কথা বলেছি যা কিছু শব্দ ব্যতীত প্রায় একই রকম। উদাহরণস্বরূপ, টেমপ্লেট:নবীন সম্পাদক শীর্ষ আইকন/নথি এবং অন্যান্য শীর্ষ আইকনের নথিসমূহও প্রায় একই রকম, কেবল নামের পরিবর্তন। বটের মাধ্যমে এরকম টেমপ্লেট ও নথি তৈরি করা যেতে পারে। তথ্যছক টেমপ্লেট গুলোর ক্ষেত্রে নিবন্ধের টেমপ্লেট প্রতিস্থাপনের পাশাপাশি তথ্যছকের কিছু পরামিতি হালনাগাদ করা যেতে পারে। এছাড়া প্রয়োজন অনুসারে অন্যান্য পুনরাবৃত্তিমূলক কাজের ক্ষেত্রে সময় বাঁচানোর জন্যও এই বট ব্যবহার করতে চাচ্ছি। - সাইফুর  (আলাপ) ১৬:৪৭, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুমোদনের পর অনুমোদন পাওয়া ক্ষেত্রগুলোর বাইরে বট ব্যবহার করতে পুনরায় আবেদন করতে হবে। তাই প্রথমবারেই অনেকগুলো কাজের তালিকা করলে ভাল। আমি আপনাকে কিছু কাজ বিবেচনায় নেয়ার পরামর্শ দিচ্ছি। ১. প্রায় ৬ মাস ধরে সম্পাদনা হয় না এমন নিবন্ধগুলো থেকে {{কাজ চলছে}} টেমপ্লেট অপসারণ। টেমপ্লেটেই যেহেতু বলা হয়েছে দীর্ঘদিন কাজ না হলে অপসারণ করতে, তাই মনে হয় না কেউ আপত্তি করবেন। ২. কোনো বহিঃসংযোগ স্প্যাম কালোতালিকায় ও অনির্ভরযোগ্য ছাঁকনিতে যুক্ত হলে এবং সেটি যদি বহুল ব্যবহৃত হয়, তাহলে পাতাগুলো থেকে তা অপসারণে বেশ পরিশ্রম হয় ও সাম্প্রতিক পরিবর্তনে সমস্যা হয়। অবশ্য এই কাজ বর্তমানে বেশ বিরল, তবে অনুমোদন থাকলে কাজে লাগতেও পারে। ৩. অনেক ইউনিয়ন, উপজেলা ইত্যাদিতে কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদ রয়েছে, যা আলোচনাসভায় হওয়া একটি আলোচনায় উল্লেখযোগ্য ব্যক্তি তে পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছিল। ইয়াহিয়া ভাই স্ক্রিপ্ট দিয়ে এই সংশোধনের চেষ্টা করেছেন, তবে এটি বট দিয়ে করলে আরো ভাল। তাই Yahya ভাই যদি বটের আবেদনে আগ্রহী না হন, আপনার বট এই কাজটি করে দিতে পারে।AKanik 💬 ০৮:৩৭, ৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Ahmad Kanik: এ কাজটির জন্য আমি নাহিদ ভাইকে বট চালানোর অনুরোধ করেছিলাম, নাহিদ ভাই সম্মতি দিয়েও পরে আর করেন নি। তাই আমি নিজেই হাতে ঠিক করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। পরে গতকাল আফতাব ভাই বট চালিয়ে কাজটি করে দিয়েছেন। আমার কয়েকটি সম্পাদনায় অনিচ্ছাকৃত ভুল হয়েছিল যা কনিক ভাই ঠিক করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। — য়াহিয়া (আলাপঅবদান) - ১০:৫১, ৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Yahya: আপনাকেও ধন্যবাদ। আর কাজ যে শেষ, জানতাম না। পরিবর্তনের কাজ শেষ হওয়ায়, আমার পরামর্শ থেকে এই কাজটি কেটে বাদ দিলাম। হালনাগাদ: ১ম কাজটিও প্রায় শেষ [১], ২য়টি বর্তমানে প্রয়োজন মনে হচ্ছে না। তাই আমার ৩টি পরামর্শই প্রত্যাহার করলামAKanik 💬 ১১:০২, ৬ জুলাই ২০২১ (ইউটিসি) [মন্তব্য সম্পাদিত ০৮:০১, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি) এ][উত্তর দিন]
    @Ahmad Kanik ভাই, আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। বটের অনুমোদন পেলে টেমপ্লেট প্রতিস্থাপনের পাশাপাশি কাজ চলছে টেম্পলেটসমূহ অপসারণের কাজও করা যেতে পারে। এবং অনির্ভরযোগ্য বহিঃসংযোগসমূহ অপসারণের ক্ষেত্রেও বট সম্পাদনার মাধ্যমে সময় বাচানো যাবে। - সাইফুর  (আলাপ) ১৭:১২, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Syfur007: আপনাকেও ধন্যবাদ। ব্যুরোক্র্যাট সক্রিয় হয়েছিলেন কিন্তু কোনো প্রশ্ন বা অনুমোদন বিষয়ে মন্তব্য করেননি। আমার ধারণা তিনি লক্ষ্য করেননি, তাই তাকে পিং করছি। @ব্যবহারকারী:WikitanvirAKanik 💬 ০৪:৫০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Syfur007: আপনি অনেকগুলো কাজের কথা বললেও উপরে শুধু লিখেছেন ‘পাতা হালনাগাদ ও আমদানি’। অনুগ্রহ করে কাজের তালিকাটি উপরে ১, ২, ৩, এভাবে সুনির্দিষ্ট করে জানান যেনো পয়েন্ট ধরে আলোচনা করা সুবিধা হয়। ধন্যবাদ। — তানভির১২:৪০, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

তানভির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ১৫:৪৩, ৮ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৩, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]