উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/ফাইল স্থানান্তরকারী/২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

SHEIKH[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিতভাবে সম্পাদনা করি এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন। আমি চিত্র নামান্তরের নীতিমালা সম্পর্কে অবগত। আমি মনে করি এই অধিকারটি আমাকে আরও দ্রুত কাজ করতে সাহায্য করবে। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষক, রোলব্যাক ও নিরীক্ষক অধিকার রয়েছে। — SHEIKH (আলাপন) ১৮:১৩, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। আশা করি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে অধিকারটি ব্যবহার করবেন —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ — SHEIKH (আলাপন) ১৯:০৪, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Md.Farhan Mahmud[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

হ্যালো! আমি ফারহান, বাংলা উইকিপিডিয়ার একজন সম্পাদক। আমি অ-মুক্ত ফাইল প্রায়ই আপলোড করি। মাঝে মধ্যে আমার এইসব ফাইল আপলোডের সময় বানান ভুল হয়ে যায়। ছবির নামের বানান সংশোধনের জন্য আমি সাধারণত কোনও ব্যক্তিকে বার্তা দিই অথবা {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেট ব্যবহার করি। এছাড়া অন্য ব্যবহারকারীর আপলোডকৃত ফাইলগুলোও মাঝেমধ্যে প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করা লাগে। যদি আমার ফাইল স্থানান্তরকারী অধিকার থাকত তাহলে আমার পক্ষে এই কাজ তাৎক্ষণিক করে ফেলা সম্ভব হত। আমি উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী নামক পাতাটি পড়েছি এবং কোন কোন ক্ষেত্রে ফাইল স্থানান্তর করা যাবে এবং কোন কোন ক্ষেত্রে করা যাবে না-এই সম্পর্কিত নীতি জেনেছি। ধন্যবাদ। ≈ ফারহান  «আলাপ» ১৫:৩৭, ২১ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান, @MdsShakil ভাই অথবা অন্য কোনো প্রশাসককে এই আবেদনটি সফল অথবা ব্যর্থ হিসেবে চিহ্নিত করার জন্যে অনুরোধ করছি। ≈ ফারহান  «আলাপ» ১৬:৩৩, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আশা করি খুব দ্রুতই কোন প্রশাসক অনুরোধটি পর্যালোচনা করবেন, তবে আমার মনে হয় আবেদন করার পরদিনই নির্দিষ্ট কোন প্রশাসকদের আলোচনায় পিং করাটা অনুচিত। সম্পাদনা বিজ্ঞপ্তির নির্দেশনায় কয়েকদিন পরেও যদি সিদ্ধান্ত না আসে তবেই জানানোর কথা বলা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৭:২০, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেYahya (আলাপ) ১০:৪৯, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]