উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/পর্যবেক্ষক/২০২৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Ahmed Reza Khan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

এতদিন শুধু নতুন নিবন্ধ তৈরি করলেও এখন আমি অন্যের তৈরি নিবন্ধ, সম্পাদনা পরীক্ষার কাজও করতে চাই। হ্যাঁ, মানছি আমি এক মাস আগে 'স্বয়ংক্রিয় পরীক্ষক' অধিকারের আবেদন করেছিলাম এবং অধিকারটি আমাকে দেওয়াও হয়েছে; কিন্তু বিশ্বাস করুন আমি টুপি সংগ্রহ করছি না। আমি মন থেকে কাজ করতে চাই বলেই 'পর্যবেক্ষক' অধিকারটি চাইছি। প্রথমে ভেবেছিলাম 'নিরীক্ষক' অধিকারের আবেদন করবো, কারণ আমার বিশ্বাস আমি অমীমাংসিত সম্পাদনাগুলোও ঠিকভাবে পর্যালোচনা করতে পারবো। পরে মনে হলো আপাতত 'পর্যবেক্ষক' অধিকারেরই আবেদন করি। যেহেতু আমি মাত্র ৩ মাস আগে উইকিপিডিয়ায় যুক্ত হয়েছি, তাই 'পর্যবেক্ষক' অধিকারের মাধ্যমে সম্পাদনা পরীক্ষা করে আপনাদের আস্থা অর্জন করে পরবর্তীতে 'নিরীক্ষক' অধিকারের আবেদন করবো। আমার উপর আস্থা রেখে আমাকে অধিকারটি দিতে পারেন। আমি উইকিপিডিয়ার সব নীতিমালা, কোন ধরনের সম্পাদনা পরীক্ষিত বলে চিহ্নিত করতে হবে সবকিছু সম্পর্কে ধারণা রাখি। আমি কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ভুল পর্যালোচনা হবে না। যদি কখনো কোনো ভুল করি, সাথে সাথে আমার অধিকারটি বাতিল করে দিতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। Ahmed Reza Khan (আলাপ) ০৮:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Rifat008[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া সহপ্রকল্প এর বিভিন্ন প্রকল্পে আমি নিয়মিত অবদান রাখছি(রাখার চেষ্টা করি)। আমি উইকিপিডিয়াতে বিগত 6 মাস যাবত অবদান রাখছি। আমি এখন ইচ্ছুক নতুন তৈরীকৃত নিবন্ধসমুহ পর্যালোচনা করতে।আমি মন থেকে চাই উইকিপিডিয়াকে এগিয়ে নিয়ে যেতে। আমি উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতাটি মনোযোগ সহকারে পড়েছি এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কেও আমার যথেষ্ট ধারণা আছে বলে আমি মনে করি। তাই আমি নিজেকে এই অধিকারের যোগ্য বলে মনে করছি। R1F4T আলাপ ১৭:২১, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Rifat008, আপনি কিন্তু এই অধিকার ছাড়াও নিবন্ধ পর্যালোচনা করতে পারেন। যেমন, বিশেষ:নতুন_পাতাসমূহ, বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তনসমূহ থেকে বিভিন্ন নিবন্ধে গিয়ে সেগুলি পড়ে তার ভুল-ত্রুটি ঠিক করে দিতে পারেন, নিবন্ধ প্রণেতাকে বার্তা দিতে পারেন ইত্যাদি। কেননা [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] টিপার আগে এটি করার প্রয়োজন হয়। আপনি আমাকে কয়েকটি লিঙ্ক দিবেন কী যেখানে আপনি এটি করেছেন? ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
[১]
[২]
[৩]

[৪] [৫]

[৬] [৭] [৮]

এইগুলি পূর্বাবস্থায় ফেরত এবং টুইঙ্কেল রোলব্যাকার মডিউল এর মাধ্যমে করেছি এছাড়াও হাতে অনেক নিবন্ধ ঠিক করেছি। R1F4T আলাপ ১৮:০৬, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামানভাই এইগুলি বাদে আরো সম্পাদনার মাধ্যমে সংশোধন করেছি। R1F4T আলাপ ১৮:১৩, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য @Rifat008 আপনাকে এই অধিকার দেওয়া হবে কি না এটা কোনো প্রশাসক ঠিক করবেন। কিন্তু আপনার সম্পাদনায় আমি প্রায়ই একটা সমস্যা লক্ষ্য করি, সেটা হচ্ছে আপনি লেখার সময় অনেক জায়গায় স্পেস দেন না, যেখানে স্পেস দেওয়া প্রয়োজন। আবার বাংলায় লেখার সময় মাঝখানে ইংরেজি অক্ষর, সংখ্যা ব্যবহার করেন! বিশেষ:পার্থক্য/7193768 এই দেখুন। এগুলো ঠিক সুন্দর দেখায় না। এটা আপনাকে অনেকদিন থেকে জানাবো ভেবেছিলাম, কিন্তু খেয়াল ছিল না। আজ এখানে আপনার আবেদন দেখে ভাবলাম এখানেই জানাই ব্যাপারটা। আশা করবো আপনি এ বিষয়ে পরবর্তীতে আরো লক্ষ্য রাখবেন। Ahmed Reza Khan (আলাপ) ১৮:৪৯, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan নিবন্ধের মধ্যে তো এই ভুল হবার কথা না। হলেও টা অনিচ্ছাকৃত ভুল। আর হ্যা দারির পরে স্পেসটা না দেওয়াও বলতে পারেন প্রযুক্তি গত ত্রুটি :)।Gboard এর। এটাতে তো সমস্যা হবার কথা না।R1F4T আলাপ ১৮:৫১, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
তবে ইনশাল্লাহ এব্যাপারে আমি আরো সতর্ক হবো। R1F4T আলাপ ১৮:৫৪, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Rifat008, দেওয়া হলো। দয়া করে নিবন্ধে সমস্যা থাকলে সেই সমস্যা ঠিক না করে [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] বোতাম টিপবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৪, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ। R1F4T আলাপ ২৩:১৭, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Nokib Sarkar[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

নতুন পাতা ও সম্পাদনায় টহল দিতে চাই। নকীব সরকার বলুন... ২১:৫১, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেYahya (আলাপ) ০৫:৩৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]