উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Nmziaul[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক= আমি উইকিপিডিয়ায় নতুন পাতা তৈরী এবং সম্পাদনা বিষয়ে অবদান রাখছি। আমি উইকিপিডিয়ার তথ্য সমৃদ্ধ করণে আরো বেশি অবদান রাখতে চাই। জিয়া চৌধুরী (আলাপ) ০৮:১২, ২৫ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nmziaul:, জিয়া চৌধুরী ভাই, এই অধিকার উইকিপিডিয়ায় অবদান রাখার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলে না। আপনি যেভাবে অবদান রাখছেন সেভাবেই অবদান রাখতে থাকুন। আপনি মানসম্মত নিবন্ধ তৈরি করলে এমনিতেই একজন প্রশাসক এ অধিকার দিয়ে দিবেন, চাইতেও হবে না।— য়াহিয়া (আলাপঅবদান) - ০৯:২৯, ২৫ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি, উইকিপিডিয়া সম্পাদনা রীতি সম্পর্কে আরও অভিজ্ঞ অর্জন করুন।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৩০, ২৮ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মিসির আলি[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি খুব কম সময় পূর্বে উইকিপিডিয়াতে কাজ শুরু করেছি কারন আমি আপনাদের কাজের নিয়মাবলী নিয়ে জেনেছি প্রথমে। আমি বর্তমানে উইকিপিডিয়ায় নিয়মিত কাজ করছি এবং আমার মনে হয় আপনার তৈরিকৃত নিবন্ধ আর টহল দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া আমি এই অধিকারটি পেলে উইকিপিডিয়ায় নিয়মিত টহল দিতে সহযোগি হবে। মিসির আলি (আলাপ) ০৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মো. মাহমুদুল আলম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুকঃ আমি যথাযথভাবে পরীক্ষা ও মুল্যায়ন করতে পারব। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:০৭, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  •  সমর্থন নতুন ব্যবহারকারী হিসেবে আপনি খুব ভালো কাজ করছেন। শুধু মাঝে মাঝে কোন জীবিত ব্যক্তির নিবন্ধ তৈরি করার সময়, ব্যক্তিবর্গের উল্লেখযোগ্যতার দিকে লক্ষ্য রাখবেন। একজন বিশ্বস্ত ব্যবহারকারী এবং এছাড়াও আমি দেখেছি আপনি অনেক জায়গায় সবাইকে সাহায্য করেন (যেমন- বানান সংশোধন, ভুল কিছু থাকলে ঠিক করে দেওয়া ইত্যাদি) নতুন নিবন্ধ তৈরি করলে। সেজন্য এই অধিকার আপনাকে দিতে আমার পক্ষ থেকে কোন বাধা নেই। বরং শুভকামনা রইল, ধন্যবাদ। -- ওহিদ (💬 | 📝) ০৮:৫৪, ২৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    • এবং ধরে নিলাম আগের নিবন্ধগুলি, যেগুলি অপসারণ ও যেটি নিজের নামে তৈরি করেছিলেন, সেগুলো ভুল করেই করেছিলেন। তাই একটি ভুল দেখে এই অধিকার না দেওয়ার মতো কোন সুযোগ নেই, কারণ আপনি ৩২৫+ ভালো যথাযথ নিবন্ধ তৈরি করেছেন। -- ওহিদ (💬 | 📝) ০৯:১৩, ২৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি@ওহিদ:, অধিকারের আবেদন ভোটাভুটির কোন জায়গা নয়। এছাড়া আপনি অধিকারটি দেয়ার পক্ষে উকালতিও করেছেন, যা নিষ্প্রয়োজন। আবেদনকারী নতুন হিসাবে খুব ভালো অবদান রেখে চলেছেন। তবে এই অধিকারটি পাওয়ার জন্য আরও অভিজ্ঞ হওয়া প্রয়োজন বলে করছি। আশা করি সময়ের সাথে তিনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করবেন এবং পরবর্তিতে এই অধিকারটির জন্য আবার আবেদন করবেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৪৩, ২৭ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]